প্রথম দু’দফার ভোটে প্রচারে নরেন্দ্র মোদী এসেছেন উত্তরবঙ্গে। তৃতীয় দফার প্রচারে একটি সভা করেছেন প্রধানমন্ত্রী। বুনিয়াদপুরে মোদী সমাবেশ করেন শনিবার বালুরঘাট কেন্দ্রের প্রচারে। রাজ্যে বাকি থাকছে আরও চার দফা ভোটগ্রহণ। আর সেই বাকি দফাগুলিতে প্রচারে ঝড় চাইছে বঙ্গ বিজেপি। আর সেই লক্ষ্যেই কলকাতায় একটি মেগা রোড শো-এর পরিকল্পনা করেছে ৬ নম্বর মুরলিধর সেন লেন। ইতিমধ্যেই সেই দাবি পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সম্মতি মিলবে বলে আশাও তৈরি হয়েছে রাজ্য নেতাদের।
কলকাতায় ভোট একেবারে শেষ দফায়। ১৯ মে রাজ্যে সপ্তম দফায় ভোটগ্রহণ ন’টি লোকসভা কেন্দ্রে। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্র ছাড়াও রয়েছে সংলগ্ন এলাকার যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার এবং মথুরাপুরের ভোটগ্রহণ ওই দফায়। এই কেন্দ্রগুলির মধ্যে বেশ কয়েকটি সম্ভাবনাময় বলেই মনে করছে রাজ্য বিজেপি। বাংলাকে পাখির চোখ করা কেন্দ্রীয় বিজেপিও চাইছে নরেন্দ্র মোদী আরও সভা করুন। কিন্তু বাংলার নেতাদের ইচ্ছা, শুধু সভা নয়, কলকাতা নরেন্দ্র মোদীর একটি রোড শো হোক।
কলকাতায় শেষ দফায় নির্বাচন হলেও প্রথম দফার আগেই ব্রিগেডে সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী। এবার শেষ দফার আগে কলকাতা ও সংলগ্ন আসনগুলির জন্য সমাবেশের পাশাপাশি একটি রোড শো করলে তাতে কর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন রাজ্য নেতারা। সেই কারণে, ইতিমধ্যেই রোড শো-এর পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানানো হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দাবি, “রাজ্যে এমনিতেই বিজেপির পক্ষে হাওয়া। মানুষ কেন্দ্রে স্থায়ী সরকারের পাশাপাশি বাংলায় বদল চাইছে। দুই দফার ভোটের পরে ভালো ফলের সম্ভাবনা আরও বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে প্রধানমন্ত্রীর রোড শো হবে কিনা, তবে আমাদের ইচ্ছা আছে অনেক কিছু। আমরা সে সবই আবেদন হিসেবে জানিয়েছি।”
বিজেপি রাজ্যে দফতর সূত্রের খবর, শুধু নরেন্দ্র মোদী নয়, সভাপতি অমিত শাহকেও শেষ দফার ভোটে কলকাতায় আসার আবেদন জানানো হয়েছে। তিনিও রোড শো করতে পারেন। আবেদন জানানো হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্যও। শেষ পর্যন্ত কে আসবেন, কবে আসবেন তা চূড়ান্ত না হলেও রাজ্য নেতৃত্ব যে আয়োজনের জন্য তৈরি তা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রের দাবি।
ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায় প্রধানমন্ত্রীকে বাংলা থেকে ভোট লড়ার আহ্বান জানিয়ে নতুন জল্পনা তৈরি করেছেন। এবার মোদী, শাহ, যোগীদের রোড-শো করার পরিকল্পনা। সব মিলিয়ে শেষ চার দফার আগে শাসকদলের উপরে আরও চাপ তৈরির পরিকল্পনা নিয়েই যে রাজ্য বিজেপি এগোচ্ছে তা ক্রমশই স্পষ্ট হচ্ছে।