দলে ভাঙন ইস্যুতে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন যে দলের উপরে তার সাংসদ, বিধায়ক এমনকি নেতাদের আস্থা নেই তাহলে সাধারণ মানুষের কি করে আস্থা থাকবে। এই সরকার মানুষের সমর্থন হারিয়েছে। আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই দাবি জানান।
দিলীপ ঘোষ বলেন, বর্তমানে রাজ্য চালাচ্ছে তৃণমূল। অথচ তাদের দলের বিধায়ক, সাংসদরা অন্য দলে চলে যাচ্ছেন। তাঁর বক্তব্য, সাংসদ, বিধায়করা আস্থা হারিয়েই দল ত্যাগ করছেন। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যদি জনপ্রতিনিধিরাই আস্থা হারান তা হলে সাধারন মানুষের এই সরকারের প্রতি কী করে আস্থা থাকবে? কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূলের উপর আস্থা হারিয়ে গতকাল বিজেপিতে যোগদান করেছেন। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।
মাত্র আর একমাস, তারপর তৃণমূল দলটাই থাকবে না বলে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন তৃণমূল সবে ভাঙন শুরু হয়েছে। আর এক মাসের মধ্যে দলে আরও ভাঙ্গন ধরবে। সাংসদ থেকে বিধায়ক, সবাই তৃণমূল ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্পতরু বলে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন। এই প্রতিশ্রুতি আরও আগে দিলে দলে আজ ভাঙন ধরত না। এখন ভাঙন আটকাতে রাজ্যের শাসক দল প্রতিদিন দলে ডিজাস্টার ম্যানেজমেন্টের বৈঠক বসাচ্ছে। কিন্তু বৈঠক করে তৃণমূলের ডিজাস্টার আটকানো যাবে না বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।