বিজেপি তাদের সদস্য সংখ্যা বাড়াতে হাতিয়ার করেছিল মোবাইল ফোন৷ এবার নাগরিকত্ব সংশোধনী আইন কে সমর্থন জানাতে একই পন্থা নিয়েছে বিজেপি৷ মোবাইল ফোন থেকে মিসড কল দিয়ে সিএএ-কে সমর্থন জানাতে আবেদন করেছে গেরুয়া দল৷
বৃহস্পতিবার বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বর দিয়েছে৷ বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেজবুক পেইজে লিখেছেন,নাগরিকত্ব সংশোধনী আইন – ২০১৯ কে সমর্থন জানানোর জন্য 8866288662 এই নম্বরে মিসড কল করুন৷
নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধায়৷ তিঁনি যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন তখন বিজেপি অভিনব পন্থা নিয়েছে৷ সিএএ কে সমর্থন করতে শুধু একটা মিস কল করলেই হবে৷
এর আগে মোবাইল ফোন থেকে মিসড কল দিয়েই রাজ্য বিজেপির সদস্য হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল৷ ছিল৷ সেবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ‘মিসড কলের’ মাধ্যমে সদস্যপদ দেওয়ার কথা জানিয়েছিলেন৷ সেই নম্বর ছিল 18oo2662o2o.
লোকসভা নির্বাচনের ফলাফল বলছে রাজ্যে বিজেপি শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে৷ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি বিজেপির দখলে৷ মালদহ দক্ষিণ বাদে উত্তরবঙ্গের সবকটি আসনই বিজেপির দখলে চলে গিয়েছে৷
বিজেপির নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মুকুল রায়ের দাবি, ১২৯টি বিধানসভা আসনে বিজেপি রাজ্যে এগিয়ে রয়েছে৷ শাসক তৃণমূল কংগ্রেস এবং বাম-কংগ্রেস বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ ২০২১ সালের আগে তৃণমূল কংগ্রেস বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারাবে৷