শুভেন্দু অধিকারীকে টক্কর দিতে জঙ্গলমহলে প্রস্তুতি নিচ্ছে বিজেপিl শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের যেখানে মিছিল বা পদযাত্রা করবে সেখানেই পাল্টা মিছিল ও পদযাত্রা করবে বিজেপিl
বাঁকুড়া, পুরুলিযয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর — জঙ্গলমহলের এই চারটি লোকসভা কেন্দ্রে মুখ থুবড়ে পড়ায় তৃণমূলের মধ্যেই শোরগোল পড়েছে l ২০১৪ সালের লোকসভা ভোটে দু লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়ার মুনমুন সেন , ঝাড়গ্রামের উমা সরেন এবং মেদিনীপুরে সন্ধ্যা রায় l বিজেপি প্রতিটি কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলl মাত্র পাঁচ বছরের মধ্যে বিজেপি কি করে তৃতীয় স্থান থেকে একেবারে শীর্ষে উঠে এসে শাসক দলের প্রার্থীদের দুরমুশ করল সেই বিশ্লেষণই চলছে ঘাসফুল শিবিরেl
ফল প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার কালীঘাটের বাড়িতে সমস্ত জেলা তৃণমূল সভাপতি এবং জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে যে বৈঠক করেন তাতে জঙ্গলমহলে দলের এই বিপর্যয় নিয়ে গভীর উষ্মা প্রকাশ করেন তিনিl সেদিনই তিনি শুভেন্দু অধিকারীকে জঙ্গলমহলের জেলাগুলির সাংগঠনিক দায়িত্ব দেনl মিটিং মিছিল করে জনসংযোগ বাড়িয়ে দলকে ফের চাঙ্গা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীl সেইমতো শুভেন্দু অধিকারী গত তিন দিনে কেশপুর ঘাটাল ও শালবনিতে মিছিল এবং পদযাত্রা করেন। এই সময় তিনি বিজেপির হাতে দখল হয়ে যাওয়া পার্টি অফিস গুলির পুনর্দখল করেন। শুভেন্দু অধিকারীর মিছিলে লোকসমাগম দেখে বিজেপিও পাল্টা মিছিলের ডাক দেয় শালবনিতেl গতকাল শুভেন্দুর মিছিলের পাল্টা মিছিল হয়l প্রায় সাড়ে তিন হাজার কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেনl
আগামী ৫ জুন শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে শিলদা পর্যন্ত আট কিলোমিটার পদযাত্রা কর্মসূচি রয়েছেl তারপরেই বিজেপিও সেখানে পাল্টা হিসেবে বিজয় মিছিল করবে বলে জেলা বিজেপি সূত্রে জানা গেছেl