আজ ও কাল নবান্ন বন্ধের সিদ্ধান্তে আক্রমণাত্মক হল বিজেপি। ‘নবান্ন চলো’ কর্মসূচিতে যোগ দিতে রাতে দমদম বিমানবন্দরে নেমে সেই একই সুরে সুর মেলালেন বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha) সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya)। মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। তেজস্বী বলেন, “মমতা দিদি ভয় পেয়েছেন, ইয়ে ডর আচ্ছা হ্যায়।” বুধবার সন্ধ্যায় বিজেপি যুবা মোর্চার নবান্ন চলো কর্মসূচির এক দিন আগে বৃহস্পতি ও শুক্রবার নবান্ন (Nabanna) বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দেয় রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা। নোটিশে বলা হয়, আজ ও আগামীকাল নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন। তারপরেই বিজেপির পক্ষ থেকে আক্রমণ করে বলা হয়, ভয় পেয়ে নবান্ন (Nabanna) বন্ধ করে পালিয়ে গিয়েছেন দিদি। রাতেই বিজেপি যুবা মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সুরিয়া কলকাতায় আসেন। এসেই জানতে পারেন নবান্ন বন্ধের কথা। তৎক্ষণাৎ তিনি টুইট করে লেখেন, “মমতা দিদি ভয় পেয়েছেন, ইয়ে ডর আচ্ছা হ্যায়।”
শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা-সহ একাধিক দাবিতে বিজেপির যুব মোর্চার এই নবান্ন অভিযান কর্মসূচি। যার সঙ্গে যোগ হয়েছে টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার ইস্যুও। সকাল ১১টায় চার জায়গা থেকে বিজেপির মিছিল শুরু হবে নবান্নের দিকে। বিজেপির রাজ্য দপ্তর থেকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে একটি মিছিল হবে মুরলী ধর সেন লেনের পার্টি অফিস থেকে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের নেতৃত্বে একটি মিছিল হবে হেস্টিংসে ফ্লাইওভারের নিচ থেকে। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূরিয়া (Tejaswi Suriya) নেতৃত্ব দেবেন হাওড়া ময়দান থেকে মিছিলটির। আর রাজ্য নেতা সায়ন্তন বসু-সহ অন্যরা সাঁতরাগাছি থেকে মিছিলটির নেতৃত্ব দেবেন।