২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পালটা সভাতে বিজেপি হাজির করতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ ২১ জুলাইয়ে শহিদ দিবসের পালটা সভা বিজেপি কবে করবে তা এখনও ঠিক হয়নি৷
অনেকেই বলছেন, সভা হতে পারে ওই দিনই৷ কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে, ওই সভাতে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ অনেকেই বলছেন, জুলাইতেই অমিত শাহ পশ্চিমবঙ্গে সভা করতে আসবেন৷ বিজেপির শহিদ দিবসে বক্তব্য রাখবেন তিনি-ই৷
বহু বছর ধরেই ২১ জুলাই শহিদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভা থেকেই তিনি তার রাজনৈতিক অ্যাজেন্ডা ঠিক করেন৷ কিন্তু ২০১৯ সালে পরিস্থিতি আলাদা৷ ১৮টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে৷
সেই কারণেই, ২১ জুলাই অন্যান্য বছরের থেকেও মমতার কাছে যথেষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ৷ অন্যান্য বছর ২১ জুলাই কয়েক লক্ষের জনসমাদেশ হয় ধর্মতলায়৷ সারা বাংলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন৷ বিজেপির বক্তব্য, মানুষ এবার আসবে না৷ মানুষ কাটমানি ফেরত চাইবে৷ কোনও জোরজবরদস্তি সহ্য করবে না৷
পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর ২০১৯ সালে এসে সব থেকে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে রয়েছে তৃণমূল৷ কিন্তু বিজেপি চায় না যে ২১ জুলাইয়ের সম্পূর্ণ লাইমলাইট মমতা বন্দ্যোপাধ্যায় একাই টেনে নিক৷ মমতাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে নারাজ বিজেপি৷ সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পরবর্তি পরিস্থিতিতে মৃত বিজেপি কর্মীদের স্মৃতিতে শহিদ দিবস পালন করবে বিজেপি৷