সদ্য বিজেপিতে আসা বনগাঁ উত্তরের বিধায়ককে রাস্তায় আটকে মারধর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ আগস্ট: বিধানসভায় যাওয়ার পথে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের ওপরে হামলা। এই ঘটনায় গৌরব দাঁ নামে এক যুবকের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক একজন বরখাস্ত সিভিক ভলান্টিয়ার।
বিধায়ক বিশ্বজিৎ দাসের অভিযোগ আজ সকালে তিনি বিধানসভায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গোপালনগর ঘোষ পাড়া এলাকায় আসতেই গৌরব দাঁ নামে এক ব্যক্তি তাঁর গাড়ির কাচ লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ| এরপর গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন বিধায়ক| অভিযোগ, সেই সময় কোমড়ে থাকা আগ্নেয়াস্ত্র বের করতে উদ্যত হয় গৌরব| সঙ্গে সঙ্গে অভিযুক্তের উপর ঝাঁপিয়ে পড়েন বিধায়ক। সে সময় পাশে থাকা লাঠি দিয়ে বিধায়কের মাথায় এবং হাতে আঘাত করে অভিযুক্ত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই গোপালনগর থানায় লিখিত অভিযোগ করেন বিধায়ক। তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস তাঁকে মারবার জন্য চক্রান্ত করছে। ২০০৭ সাল থেকে তাঁর নিরাপত্তারক্ষী থাকলেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেয় সরকার।
বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। পরে তাঁকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.