সহমতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী মাস থেকে শুরু হতে চলা বিজেপির সাংগঠনিক নির্বাচনী কর্মশালা মঙ্গলবার আয়েজিত হল আইসিসিআর প্রেক্ষাগৃহে।
কর্মশালায় মেদিনীপুরের সাংসদ বলেন” সহমতের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে নির্বাচনের পাশাপাশি দলের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই বিষয়ে সর্তকতা থাকা জরুরী।” কেন এই কর্মশালা? তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ” দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর সাংঠনিক নির্বাচন হয়। সেই নির্বাচন যাতে সুচারু ভাবে সম্পন্ন হয়, সেই জন্যই কারণেই এই কর্মশালা।”
এদিন দিলীপ ঘোষ বলেন, “যারা গত ৩ বছর ধরে পার্টিকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন তাদের মনে হতেই পারে আমি পদে থাকব কী, থাকব না? আপনি পদে থাকবেন কিনা সেটা বড় কথা নয়। আপনি দলে থাকবেন কিনা সেটাই বড় কথা। দল আপনাকে কাজ করার সুযোগ দিয়েছে।
সম্মান দিয়েছে। সেটাই বড় কথা।” তিনি আরও বলেন, “এই পার্টি যে সে পার্টি নয়। বিশ্বের সব থেকে বড় পার্টি। যার নেতৃত্বে নরেন্দ্র মোদী- অমিত শাহ। যার জন্য আমরা গর্ববোধ করি।” তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাজ দেখে বিরোধী দলের অনেকেই আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। পার্টির ঝান্ডার তলায় আসছেন।”
দলের সংগঠন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বিশ্বে ভারতবর্ষের যে মান সম্মান বেড়েছে। তা এই পার্টির সংগঠন, কার্যকর্তা ও সরকারের জন্য সম্ভব হয়েছে। সেই সাফল্য আমরা পশ্চিমবঙ্গেও চাই। সেই কারণে এই নির্বাচন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। বুথস্তর পর্যন্ত নির্বাচন করার সুযোগ পেয়েছি। তাই আমি চাই এই নির্বাচন সুচারু ভাবে সম্পন্ন হোক। এবং যোগ্য ব্যক্তিকেই সহমতের ভিত্তিতে নির্বাচিত করা হোক।”