রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ ২০০০কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের ও দলীয় কর্মীদের বাড়িতে পুলিশি অত্যাচারের প্রতিবাদ। আর এই প্রতিবাদে গঙ্গারামপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ প্রদর্শন। জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকারের নেতৃত্বে শনিবার মিছিল করে কর্মীরা থানার সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এদিনের বিক্ষোভে রাজ্য কমিটির সদস্য গৌতম চক্রবর্তী ও নীলাঞ্জন রায় সহ জেলা নেতৃত্বের অন্যান্যরাও অংশ নিয়েছিলেন।
অভিযোগ গত ৮জুন শান্তিপূর্ণ নাগরিক সংবর্ধনায় পুলিশ লাঠিচার্জ করে ও দিলীপ ঘোষ সহ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে। তারপর থেকেই প্রত্যেকদিন রাতে দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের উপর অত্যাচার চালায়। সম্প্রতি গঙ্গারামপুর শহর মন্ডলের সভাপতি মনিরত্ন সাহাকে অন্যায় ভাবে গ্রেফতারও করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। আর এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার।
অন্যদিকে বাংলা জুড়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশি অত্যাচারের রেশ গিয়ে পড়েছে রাজধানীতেও। বাংলার বিজেপি কর্মীদের ওপর মিথ্যা মামলা এনে অত্যাচার করা হচ্ছে৷ রাজ্য জুড়ে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছেন, অথচ তার কোনও বিচার নেই৷
গোটা রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে খুন করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ রাজ্যে চলা অব্যবস্থার প্রতিবাদে গতকাল শুক্রবার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বাংলার বিজেপি সাংসদরা৷
প্ল্যাকার্ড হাতে শুক্রবার সকাল থেকে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তাঁরা৷ বিজেপি সাংসদ ড: সুভাষ সরকার জানান, রাজ্যের বিজেপি কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চলছে৷ কোনও বিচার নেই৷ এরই প্রতিবাদ জানানো হচ্ছে৷ মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো হচ্ছে একাধিক বিজেপি নেতা কর্মীকে৷ এর বিচার চাইছেন তাঁরা বলে জানান এই বিজেপি সাংসদ৷ বিজেপি নেতৃত্বের দাবি, শুধু রাজধানীতেই নয়। গোটা বাংলাজুড়ে আগামীদিনে কর্মসূচি নেওয়া হবে। পুলিশি রাজের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা।