নবান্ন অভিযানকে ঘিরে পুলিশও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে গুরুতর অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিজেপি নেতাকে। বিজেপির ‘নবান্ন চলো’ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতা–হাওড়া জুড়ে।
এদিন সাঁতরাগাছি থেকে মিছিল শুরু করে সাঁতরাগাছি ব্রিজের কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মিছিল। সেখানে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলেই শুরু হয় রক্তবমি। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।
বিজেপির অভিযোগ, জলকামানে রাসায়নিক ও রঙ মিশ্রিত জল ছুঁড়েছে পুলিশ। আর তাতেই অসুস্থ হয়ে পড়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেতা তাপস ঘোষ। আহত হয়েছেন অরবিন্দ মেনন, সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতো।
এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল হাওড়া ব্রিজে উঠতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। দিলীপ ঘোষের অভিযোগ, তাঁর উপরও লাঠিচার্জ করা হয়। বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছে রাজ্যে।
হাওড়া ময়দান এলাকায় অভিযানে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি বোমা ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ।
ফলে কিছুটা হলেও ছত্রভঙ্গ হয়ে পড়ে বিজেপি কর্মীরা। এ সময়ে মল্লিকফটকের কাছে বিজেপির এক কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদিন হেস্টিংস মোড়েও বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে।
বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা ইটবৃষ্টি শুরু করে আন্দোলনকারীরা। হেস্টিংসে কয়েকজন বিজেপি কর্মী আহত হন। পুলিশের বাধা পেয়ে হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা।
এদিনের ঘটনায় ক্ষুব্ধ কৈলাস বিজয়বর্গীয় বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে হিংসায় পরিণত করার চেষ্টা করছেন। শুধু পুলিশ নয়, তাদের পাশাপাশি তৃণমূলের গুন্ডারা আমাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।”
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, “পুলিশ আমাদের লোকজনের ওপর বেপরোয়াভাবে লাঠিচার্জ করছে। খিদিরপুরের দিক থেকে আমাদের মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হচ্ছে। এগুলি কি পুলিশ দেখতে পায় না?” তাঁর অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।