কাকদ্বীপে খুন হলেন বিজেপির বুথ কমিটির সম্পাদক কাদের মোল্লা। রবিবার সকালে কাকদ্বীপে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। পেশায় মৎস্যজীবী ওই বিজেপি নেতার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল তুলেছেন এলাকারই তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শাহাবুদ্দিন মোল্লার বিরুদ্ধে। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন কাদের।
খোঁজ খবর না পেয়ে পরিবার পরিজনেরা শনিবার কাকদ্বীপ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরিস্থিতি ঘোরালো বুঝে আসরে নামে বিজেপি নেতৃত্ব। শেষমেষ রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
অভিযুক্ত শাহাবুদ্দিন মোল্লাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হোন বিজেপি কর্মীরা। জেলা সভাপতি অভিজিৎ দাস কথা বলেন কাকদ্বীপ থানা আধিকারিকদের সঙ্গেও। পরিবার পরিজনদের আশ্বাস দেওয়া হয় প্রকৃত দোষীকে ছাড়া হবে না।
জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন, “২০১৭ সালেও কাদেরের ওপর হামলা চালিয়েছিল শাহাবুদ্দিন। সেবার প্রাণে বেঁচে গেলেও তাঁর মাথায় ২৮টি সেলাই পড়েছিল। কিন্তু এবার ওকে খুন করেই ছাড়লো কুখ্যাত তৃণমূলের সমাজবিরোধী শাহাবুদ্দিন ও তার দলবল।”
শাহাবুদ্দিনের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে কাদের মোল্লার পরিবার।
নীল রায়।