রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে চন্ডীতলা থানার কাপাসাড়িয়া এলাকায়। এই ঘটনায় কাপাসাড়িয়া, আহ্লাদীমোড় ও বড়তাজপুর এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বড়া তেলিয়া মোড়ের তিসা এলাকা থেকে রামনবমীর একটি মিছিল বেড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফের তিসা এলাকায় যাবার কথা ছিল। মিছিলে প্রায় আট হাজার মানুষ ছিলেন। ওই মিছিল চন্ডীতলা থানার কাপাসাড়িয়া এলাকায় যেতেই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডোগোল বাঁধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। মারামারির ঘটনায় দুই গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হন। ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রমীণ কামানাশিষ সেন বেশ কয়েকটা থানার ওসি সহ বিরাট পুলিশ বাহিনী। এই ঘটনা সামাল দিতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হুগলি ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও দেবজিত সরকার। লকেট ও দেবজিত ঘটনাস্থলে যেতেই ওই এলাকায় আক্রান্ত মানুষের মধ্যে ব্যাপক উদ্দিপনা বেড়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে দেবজীৎ যায় চন্ডীতলা থানায়। কিন্তু কিছু দুর এগিয়ে যেতেই পুলিশ লকেটের পথ আটকায়। এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, রাম নবমীর মিছিলে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কয়েকজন ভক্ত আক্রান্ত হয়েছেন। আমি পুলিশকে বলেছি দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কামানাশিষ সেন বলেন, এই ঘটনায় কয়েকজন সাধারন মানুষ ও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কয়েকজন দুষ্কৃতীকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।