রাজ্যের বেকার যুবকদের আরও বেশি করে টানতে এবার রাস্তায় নামছে রাজ্য বিজেপি। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের বেকার শিক্ষিত যুবকদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গেছে। সেই ভোটকে ধরে রাখতে এবার রাজ্যের বেহাল লিল্পায়ন নিয়ে রাস্তায় নামছে গেরুয়া শিবির।
আগামী ১৪ জুন শুক্রবার সিঙ্গুরে শিল্পের দাবিতে একটি মিছিল করবে বিজেপি। দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে এই মিছিলের আয়োজন করছে রাজ্য বিজেপি। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সিঙ্গুরে লিড পেয়েছে বিজেপি। তাই সিঙ্গুরকে কেন্দ্র করে শিল্পায়নের দাবিতে মমতার উপর চাপ তৈরি করতে ময়দানে নামছে দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা। আগামী শুক্রবার সিঙ্গুর গোপালনগর সাহানপাড়া থেকে শিল্পায়নের দাবিতে মিছিল করবে বিজেপি। এরপর এই আন্দোলন হাওড়া, হুগলী, নদীয়ার কল্যাণি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের মতো শিল্পাঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে দেবে রাজ্য বিজেপি। তারসঙ্গে রাজ্যের বেহাল শিল্পের বাস্তবিক চিত্র তুলে ধরে দলের যুব সংগঠন যুব মোর্চাও বেকার যুবকদের কাছে পৌছনোর কর্মসূছ খুব শ্রীঘই করছে বলে সূত্রের খবর।