একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাংলায় ঘর ঘোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। সংগঠন ঢেলে সাজানোর কাজ চালাচ্ছে তৃণমূল- বিজেপি- সিপিআইএম। সেই লক্ষ্যেই এবার গ্রামীণ হাওড়া সহ রাজ্যের একাধিক সাংগঠনিক জেলার সভাপতি বদল করল বঙ্গ বিজেপি।https://5623dc833198bbc8ab60e0ebad45e412.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html
রাজ্য বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। জানা গেছে, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যুষ মন্ডলকে। তিনি শিবশঙ্কর বেজের স্থলাভিষিক্ত হলেন। প্রত্যুষ মন্ডল হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
উলুবেড়িয়া কলেজের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বছর চুয়াল্লিশের প্রত্যুষ মন্ডল বলেন,”পার্টি অনেক বড়ো দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করব।” তিনি আরও বলেন,”সামনেই অনেক বড়ো লড়াই। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো সেই লড়াইয়ে সামিল হতে প্রস্তুত।” এদিন হাওড়া গ্রামীণ জেলার পাশাপাশি ব্যারাকপুর, বিষ্ণুপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগণার(পশ্চিম) নতুন জেলা সভাপতি নিযুক্ত করা হয়েছে।
এদিকে এর আগে ২১ ডিসেম্বর হেস্টিংসে বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জেপি নাড্ডা। ৪ তলা ঝাঁ চকচকে পার্টি অফিসে কনফারেন্স রুম থেকে কল সেন্টার, নেতাদের বসার জায়গা – সব কিছুই রয়েছে। সূত্রের খবর, মুরলীধর সেন লেন নয়, ’২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির কন্ট্রোল রুম হতে চলছে এই পার্টি অফিস। এখানেই বসেই ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন বঙ্গ বিজেপির কাণ্ডারিরা!
হেস্টিংসের কাছে একটি বহুতল বাণিজ্যিক ভবন বিজেপির রাজ্য কমিটির নতুন ঠিকানা। ওই বহুতলের টপফ্লোর ন’তলায় প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে রাজ্য বিজেপির নয়া ওয়ার রুম। পুজো-অর্চনার মাধ্যমে এখানে গেরুয়া পার্টির আনুষ্ঠানিক ‘গৃহপ্রবেশ’ হয়। আগামী এক বছরের জন্য চুক্তির মাধ্যমে ভাড়ায় গঙ্গর এপাড়ে এই বাড়ির সর্বোচ্চ তল নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের বিধানসভা ভোট পর্যম্ত এই চুক্তি বর্ধিত হতে পারে। জানা গিয়েছে, আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে বাংলার ৪২টি কেন্দ্রের প্রতিটির জন্য নয়া অফিসে বিশেষ ‘ওয়ার রুম’ তৈরি হচ্ছে