উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার বইগাছিতে বিজেপি কর্মী নাজিমুল করিমকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরই রাজ্য বিজেপির তরফে কলকাতার রাস্তায় শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেন থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে জোড়াসাঁকো থানা পর্যন্ত ওই মিছিল যেতে পারে।
বিজেপি সূত্রে খবর, ওই মিছিলে অংশ নিতে পারেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। মিছিল নেতৃত্ব দেবেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।
সূত্রের খবর, একসময় সিপিএমের সক্রিয় সদস্য ছিলেন নাজুমুল৷ কিন্তু, লোকসভা নির্বাচনের আগে বাম শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেন নাজিমুল৷ তারপর থেকেই এলাকার তৃণমূল কর্মীদের রোষানলে মুখে পড়তে হয় তাকে৷
শুক্রবার রাতে ওষুধ কিনতে যাচ্ছিল বিজেপির ওই কর্মী৷ মাধপথে তার পথ আটকায় বেশ কয়েকজন যুবক৷ অভিযোগ, নাজিমুলকে বাঁশ, রড দিয়ে মারধর করা হয়৷ খবর, মুরলিধর সেন লেনে পৌঁছানো মাত্রই উঠেপড়ে লাগে বিজেপি। বারাকপুরের সংসদ অর্জুন সিং এলাকায় যান। লোকসভা নির্বাচনের পর এই রাজ্যে আরো বেশি করে সংখ্যালঘু ভোট বাড়াতে চাইছে বিজেপি। এগিয়ে আসছে সংখ্যালঘু নেতৃত্ব।