মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপির আইনজীবী সরজিত রায়চৌধুরী।
কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কেন সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির। প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী।
মামলা দায়েরের অনুমতি পেয়েছেন বিজেপির আইনজীবী। দুপুর ২টোয় মামলার শুনানির সম্ভাবনা।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল বাংলা। সপ্তাহের প্রথম দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ, বিক্ষোভ। কোথাও রাস্তায় বসে চলছে প্রতিবাদ। কোথাও আবার রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। কয়েকটি জায়গায় ওভারহেডের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।
শুরু থেকেই এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের আইন এরাজ্যে কোনওভাবেই কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের আইনের বিরোধিতায় শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবিধান না মেনেই কেন্দ্রীয় সরকার আইন তৈরি করেছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের আইনের প্রতিবাদে নিজেও পথে নেমেছেন তৃণমূলনেত্রী। সোমবার বিআর আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল।
‘বাংলায় কোনওভাবেই এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন বরদাস্ত নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় আইনের প্রতিবাদ জানানো হবে,’৷ সোমবার মিছিল শুরুর আগেই তৃণমূলের জমায়েতে আরও একবার ঘোষণা করেন তৃণমূলনেত্রী। জমায়েতে উপস্থিত সকলকেই শপথ বাক্য পাঠ করান তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে আগামিকালও কর্মসূচি তৃণমূলের৷ মঙ্গলবার যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যদুবাবুর বাজার পর্যন্ত যাবে তৃণমূলের প্রতিবাদ মিছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের সমালোচনায় সরব বিজেপি। রাজ্যের মুখ্য়মন্ত্রী কীভাবে কেন্দ্রের আইনের বিরুদ্ধে প্রকাশ্যে বলছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির আইনজীবী। কলকাতা হাইকোর্টে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতিকে এবিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান বিজেপির আইনজীবী স্মরজিত রায়চৌধুরী। বিজেপির আইনজীবীর জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ দুপুর ২টোয় হাইকোর্টে মামলার শুনানি হতে পারে৷