করিমপুর উপনির্বাচনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লাথি খেলেন বিজেপি (BJP) প্রার্থী জয়প্রকাশ মজুমদার (Joypraksh Majumder)। সোমবার সকাল থেকে উপ নির্বাচনকে কেন্দ্র করে বুথে বুথে ভোট প্রক্রিয়া দেখতে যান তিনি। প্রথমে সাহেবপাড়া এলাকায় থাকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হলেও পরিস্থিতি সামলে রওনা দেন অন্য বুথের উদ্দেশ্যে। বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি যান থানাপাড়া এলাকার পিপুলপাড়ার একটি বুথে ।
সেখানে তাঁকে দেখা মাত্রই গালিগালাজ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গালিগালাজের পাশাপাশি তাঁকে ঘিরে ধরেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। তারপর কিল চড় থাপ্পড়ের সঙ্গে মারা হয় লাথিও। লাথি মেরে তাঁকে ফেলে দেওয়া হয় একটি ঝোপের মধ্যে। চরম শারীরিক হেনস্থার পর জয়প্রকাশ বলেন, “তৃণমূল কর্মীদের মারে আমার আঘাত লেগেছে ঠিকই। এই আঘাত দিন দুয়েক পর সেরে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় যেভাবে বিরোধী দল আক্রান্ত হচ্ছে সেই জমানার অবসান কবে হবে বাংলার মানুষ এখন সেদিকেই তাকিয়ে। আসলে ভোট লুট করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। আমি বাধা দিতেই আমাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।”