আমার ভাইরা মাটিতে শুয়ে আছে তারা বিচার পায়নি এখনও আমি এদের কাছে শপথ করতে এসেছি এই অন্যায়ের প্রতিবাদ করব। রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আজ দাড়িভিটে মৃত তাপস ও রাজেশের সমাধির সামনে দাঁড়িয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, তাপস ও রাজেশের দেহ মাটির নিচে রেখে রাজনীতি করছে। তাদের বিচার চাই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দেবশ্রীদেবী বলেন, মমতা ব্যানার্জি নিজের গদি, ভাই ও ভাইপো ছাড়া কিছুই বোঝেন না। নারী ধর্ষণের ক্ষেত্রে এই রাজ্য প্রথম। এখানে কোন নারী নিরাপদ নয়। আমি উত্তরবঙ্গের মেয়ে বলেই উত্তরবঙ্গের উন্নয়ন করতে আমাকে কেন্দ্রের নেতৃত্বরা এখানে পাঠিয়েছেন যাতে আমি এখানে উন্নয়ন করতে পারি বলেও জানান দেবশ্রী চৌধুরী।
আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী ইসলামপুরের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ইসলামপুর মহকুমা বিভিন্ন জায়গায় প্রচার করে অবশেষে তিনি দাড়িভিটে পৌছান। তিনি দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের সমাধির কাছে গিয়ে তাদের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এবং মৃত দুই ছাত্রের পরিবারের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।