করোনা মহামারীকালে সাধারণ মানুষের প্রয়োজনে করোনা পরীক্ষা ও ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৭টি মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি পতাকা নাড়িয়ে ১৭টি মেডিকেল ইউনিটের যাত্রা সূচনা করেন। এই ইউনিটগুলো হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ঘুরে করোনা পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে।এই অনুষ্ঠানে তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। সেবা হি সংগঠন এই স্লোগানে দ্বিতীয় পর্যায়ে মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। এই সেবামূলক কাজে বহু মানুষ ভয়হীন ভাবে কাজে নিয়োজিত হয়েছেন। এই মোবাইল ইউনিটের মধ্যে দিয়ে সাধারণ মানুষ করোনা পরীক্ষা পাশাপাশি সহযোগী ওষুধ দেওয়া হবে। ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে সরকারের কাজে সহযোগিতার জন্য সাধারণ মানুষও সেবামূলক কাজে নেমে পড়েছেন বলে তিনি জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৯৫৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২২৫৪ জন মানুষ মারা গিয়েছেন।
2021-05-16