বিদ্যাপতি সেতুর পর এবার বিজন সেতু (Bijon Bridge)। উত্তর কলকাতার লাইফলাইন টালা ব্রিজ বন্ধ। তার জেরে নাজেহাল সাধারণ মানুষ। আর এবারে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ করলে যে কী হবে, তা ভেবেই কুল করা যাচ্ছে না। কেএমডিএ (KMDA) সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুর স্বাস্থ্য বেহাল। তাই নভেম্বরেই তিনদিনের জন্য সেতু বন্ধ করে মেরামতির কাজ করা হবে। আগে একবার সেপ্টেম্বরে মেরামতির জন্য বন্ধ করার কথা থাকলেও, তা সম্ভব হয়নি।
নভেম্বরের প্রথম সপ্তাহে অন্তত ৩ দিন বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিজন সেতু। ওই সময়ে সেতু বন্ধ করে মেরামতির কাজ চলবে। গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প পথে। তবে কোন কোন পথ দিয়ে গাড়ি ঘোরানো হবে, তা এখনও জানা যায়নি। কেএমডিএ এবং কলকাতা ট্রাফিক পুলিশের মধ্যে আলোচনার পরেই বিষয়টি চূড়ান্ত হবে। ইএম বাইপাস-রাসবিহারী অ্যাভিনিউ সংযোগকারী বিজন সেতু দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই সেতু ব্যবহার করে একাধিক দিকে যাওয়া যায়।