দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অবশেষে যোগ দিতে চলেছেন বিজেপিতে। আগামী ২-৩ দিনের মধ্যেই দিল্লিতে হবে যোগদান। তাঁর সঙ্গে দক্ষিণ দিনমজুরের জেলা পরিষদের একাধিক জনপ্রতিনিধিও বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। ফলে জেলা পরিষদের ক্ষমতা দখল বিজেপির কাছে এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর, তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও রাজ্যের নেতারা তাদের পাচ্ছেন না। সব নেতার মোবাইল সুইচড অফ। যার ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরালো হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ মোট ১৮ জন। শোনা যাচ্ছে, ১৮ জন সদস্যের মধ্যে ১৪ জনই শুক্রবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। শিক্ষা কর্মাধ্যক্ষ প্রবীর রায় সহ সভাধিপতি ললিতা টিগগা, শ্যামল সাহা ও বিশ্বনাথ পাহান ছাড়া সবাই-ই দিল্লিতে যাচ্ছেন। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র আগেই দিল্লিতে চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। আগামী ২-৪ দিনের মধ্যেই এরা সবাই বিজেপিতে যোগ দেবেন।