বাংলার মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান! এমনই অভিযোগ উঠল আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। দেশের জন্য যাঁরা অক্লেশে প্রাণ দিয়েছিলেন তাঁদের নাম দিয়ে তৈরি করা হয়েছে খাবারের মেনু। যা রীতিমতো অপমানজনক বলেই মনে করছেন রাজ্যবাসী।
সম্প্রতি আলিপুর সংশোধনাগারে তৈরি হয়েছে জেল মিউজিয়াম। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে নির্মিত এই মিউজিয়ামে বিতর্কের মুখে পড়েছে ক্যাফেটেরিয়া, ‘স্বাধীনতা’। এখানে খেতে গেলে যে মেনুকার্ডটি দেওয়া হচ্ছে, তাতে খাবারগুলির নাম রাখা হয়েছে বিভিন্ন স্বাধীনতা আন্দোলন বা সংগ্রামীদের নাম অনুযায়ী। যেমন সাঁওতাল বিদ্রোহ প্ল্যাটার, কিংবা বিনয়-বাদল-দীনেশ প্ল্যাটার।
ফলে এখানে খেতে এসে কেউ বলছেন, ‘একটা সিপাহী বিদ্রোহ দিন’, কেউ বা বলছেন, ‘বিনয়-বাদল-দীনেশ খেতে খুব ভাল।’ এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঘনিয়েছে বিতর্ক। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের নাম করে এভাবে খাবারের নাম রাখা অনুচিত বলেই মনে করছেন অনেকে। সাঁওতাল বিদ্রোহের নামে মুরগি, মাছ, লুচি, ফুলকপির প্ল্যাটার খাওয়াটা অশোভন ঠেকছে অনেকের চোখেই।
নেটিজেনরা বলছেন, বিদেশিদের দাসত্ব থেকে আগামীর ভারতবর্ষকে মুক্ত করতে যারা ক্রমাগত লড়াই চালিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাঁদের এভাবে খাবারের প্লেটে নামিয়ে আনা আদৌ শোভনীয় নয়। কেউ কেউ একে অপসংস্কৃতি বলেও কটাক্ষ করছেন। আবার কেউ বলছেন, সেই আমলে ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদের খেয়ে বসেছিল। এখন ‘নব্য সাহেব’ রা খাচ্ছেন।