দেশে বড় বিলগ্নি আসছে, সিংহভাগ পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীদিনে দেশে বড় বিলগ্নি হবে, যার সিংহভাগ অংশ পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে আগামী সপ্তম ও অষ্টম দফার নির্বাচনের আগেই ভার্চুয়াল জনসভায় তিনি একথা জানালেন। এদিন তিনি বীরভূমের সিউড়ি, মালদহ, বহরমপুর এবং কলকাতার ভবানীপুরে কেন্দ্রে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল সভা করলেন।  দেশজুড়ে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে, তাতে চিন্তিত সব রাজনৈতিক নেতারা। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক দলগুলোর জনসভা ও রোড শো র‍্যালি চলেছিল, তাতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে এই আশঙ্কায় রাজনৈতিক দলগুলো তাদের প্রচার সভাগুলো ভার্চুয়াল প্রচারমাধ্যমে শেষ করতে চাইছেন। এদিন ৩৩ মিনিটের ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে দেশের সিংহভাগ বিনিয়োগ এবার পশ্চিমবঙ্গের উন্নয়ন বিনিয়োগ করা হবে। রাজ্যের শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই বিনিয়োগকে বেশি প্রাধান্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গবাসীর কর্মসংস্থান ও সুস্থভাবে বাঁচার জন্য ব্যবসা করতে চান। আর বিজেপি আগামীদিনে এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করবে। তিনি বলেন, ভারতবর্ষে আগামীদিনে অনেক বড় অংকের বিলগ্নি এখানে আসবে। তবে এর সিংহভাগ অংশ পশ্চিমবঙ্গের কল-কারখানা, কর্মসংস্থান কে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে বিনিয়োগ করা হবে।  পশ্চিমবঙ্গের পাট শিল্পসহ বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে আত্ননির্ভর ভারত প্রকল্প নিয়ে শিল্পগুলোকে বাঁচিয়ে তুলতে হবে।  আর তা আমাদের দায়িত্বের মধ্যে পড়বে বলেও তিনি জানান। প্রসঙ্গত আগামী ২৬ এবং ২৯ এপ্রিল রাজ্যের শেষ দুদফার নির্বাচন।  আগামী ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.