আগামী কয়েকদিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অমিত শাহ। এমন খবরই রাজ্য বিজেপি নেতাদের কাছে শুনিয়ে গেলেন তিনি। তবে কি সাংগঠনিক পরিবর্তন ? কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন তা অবশ্য খোলাসা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
বাঁকুড়া ও সল্টলেকের ইজেডসিসির বৈঠকে তিনি জানিয়েছেন বাংলায় দলের লক্ষ্য। সেই লক্ষ্যে কয়েক মাস দলীয় নেতাদের অবিচল থাকতে হবে। বাংলার নেতারাই পরিবর্তনের জন্য ভোট করাবেন। আপনাদের ভোটে লড়াই করবার জন্য দিল্লি সবরকম সহযোগিতা করবে। দিল্লি থেকে এসে আমরা সাধারণ মানুষকে বুথমুখী করব না। আমরা শুধু আপনারা যাতে কাজ করতে পারেন তাঁর সবরকম ব্যবস্থা ও সহযোগিতা করব। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের মধ্যে তিনি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন । আশা করছি সেই সিদ্ধান্ত সকলের ভালো লাগবে। অমিত শাহর মুখে বড় সিদ্ধান্তের কথা শুনেই রাজ্য বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। দলের ভিতরে রাজ্য বিজেপি নেতারা বুঝবার চেষ্টা করছেন কি সিদ্ধান্ত নিতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাজ্য বিজেপি নেতারা ভালোমতো বুঝতে পারছেন তৃণমূলকে বেকায়দা ফেলতেই সিদ্ধান্ত নিতে চলেছেন অমিত শাহ। এই সফরে তৃণমূলকে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েই মূলত দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।