পশ্চিমবঙ্গের মুসলিমবহুল জেলা মুর্শিদাবাদ থেকে এক অবাক করার ঘটনা সামনে এসেছে। কেন্দ্র সরকারের টাকা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি নাগরিকদের কাছে যাওয়ার চাঞ্চল্যকর খবর সামনে এসেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, মুর্শিদাবাদের এক গ্রামের স্থানীয় নেতা ভুয়ো জব কার্ড বানিয়ে ৭ লক্ষ টাকা লুট করেছে। শুধু এই নয়, সেই টাকা নিজের বাংলাদেশী আত্মীয়দের কাছে প্রেরণ করেছে বলে খবর মিলছে।
ঘটনা নবগ্রাম ব্লকের গুড়পাসলা গ্রামের বলে জানা গেছে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থাকাকালীন সামসুল আফরিন একশো দিনের টাকা লুট করতে নিজের আত্মীয়দের নামে ভুয়ো জব কার্ড বানিয়েছিল। এরপর টাকা আসার পর সেই টাকা নিজের আত্মীয়দের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেয়। যার মধ্যে ১৩ জন বাংলাদেশী নাগরিক।
ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় হৈচৈ পড়ে যায়। যারপর অভিযুক্ত সামসুল পলায়ন করে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বেশকিছু ধারায় মামলা দায়ের করার পরেই সে আদালতে জামিনের আবেদন করে। যদিও আদালত আবেদন খারিজ করেছে বলে জানা গেছে।