পদ্ম পাপড়ি মেলছে রাজ্যে, বহরে বড় হচ্ছে দল। বিধায়কের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। এমত অবস্থায় বিধানসভার স্পিকারের কাছে বড় ঘরের জন্য আবেদন করছে রাজ্য বিজেপি।
দলের তরফে এই আবেদন করছেন গেরুয়া শিবিরের পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মাত্র ২টি আসন জিততে পেরেছিল বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচনের সঙ্গে হওয়া বিধানসভা উপ-নির্বাচনে আরও ৪টি আসন জিতে নেয় তারা। সে সময়ের হিসেবে ২৯৫ আসনের বিধানসভায় তাদের সংখ্যা বেড়ে হয়েছিল ৬। তবে, আসল কাণ্ড ঘটে ভোটের ফল বেরোনোর পর। শাসক দল সহ অন্য দলের বিধায়করা যোগ দিতে শুরু করেন বিজেপিতে। এভাবে ৮ জন বিধায়ক বিভিন্ন দল থেকে এসে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।
ফলে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা এখন ১৪। এই বিষয়ে পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, ২ জনের জন্য বরাদ্দ ঘরে ১৪ জনের জায়গা হচ্ছে না। তাই স্পিকারের কাছে বিজেপির জন্য বড় ঘর বরাদ্দ করার আবেদন জানাচ্ছি।
বর্তমান পরিস্থিতিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিজেপির বড় ঘরের আবেদন মেনে নেবেন বলেই মনে করা হচ্ছে।