কাটমানির বাজারে তৃণমূলের নয়া দুর্নীতি ফাঁস করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। একাধিক বিষয়ে দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে জানান সব্যসাচী। বিধাননগর পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ বোসের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ পেয়েছেন, বলেন সব্যসাচী দত্ত।
তাঁর কথায়, মালির বাগান থেকে শুরু করে সরদারপাড়া, সংহতি পার্কের মতো একাধিক জায়গায় অবৈধ নির্মাণের কাজ চলছে এলাকার কাউন্সিলর সুভাষ বোসের প্ররোচোনায়। এমনটাই জানিয়েছে এলাকার মানুষ। এইসঙ্গে ৬ নং ওয়ার্ডের পুরপিতার বিরুদ্ধে একাধিক জলাশয় ভরাটেরও অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এমনকী প্রমোটিং সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর (মেয়রের) সই জাল করেছেন সুভাষ বোস, এমনটাও অভিযোগ পেয়েছেন বিধাননগরের মেয়র। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সব্যসাচী দত্ত।
প্রসঙ্গত, নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী দলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার পর গোটা রাজ্য ঠগ বাছতে গা উজাড় অবস্থা হচ্ছে তৃণমূলের। এরমধ্যে কাটমানি নিয়ে কতকটা দলের বিপরীতে গিয়ে সওয়াল করেছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। প্রশ্ন উঠছে, চুনোপুটিরা হেনস্থা হচ্ছেন কিন্তু কাটমানিতে যারা রাঘববোয়াল তাদের ধরবে কে? এমত পরিস্থিতি সরকারি প্রকল্পে কাটমানি খাওয়ার বাইরে দুর্নীতির আরেক দিগন্ত প্রকাশ্যে আনলেন সব্যসাচী।
জল্পনার বিষয়, সব্যসাচী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই শুদ্ধিকরণের পথে হাঁটলেন! ভিন্নমত বলছে, মুকুল রায়কে লুচি-আলুরদম খাওয়ানো মেয়র ঝোপ বুঝে কোপ মারলেন না তো! যদিও অবৈধ নির্মাণ, নিয়মহীনভাবে গাছ কাটা, পুকুর ‘চুরি’র মতো অভিযোগ শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে রাজ্যজুড়েই রয়েছে।