ঘটনার প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও থমথমে পরিস্থিতি ভাটপাড়ায়। বন্ধ দোকানপাঠ, বাজার। খুব দরকার না পড়লে রাস্তায় বের হচ্ছে না কোনও মানুষই। সুনসান গোটা এলাকা। বৃহস্পতিবার গোটা রাত ধরে দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা কোন রাজনৈতিকদলের কিংবা বহিরাগত কিনা তা এখনও পর্যন্ত পুলিশের তরফে জানানো হয়।
জানা গিয়েছে, আজ শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে। আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। তবে গ্রেফতারের পর থেকেই ধৃতদের দফায় দফায় পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে কারা-কি উদ্দেশ্যেই এই হামলা তা জানতেই মূলত এই ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে আরও কারা ছিল ধৃতদের কাছ থেকে তাও জানার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে আজ ঘটনার প্রতিবাদে সিপি দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে এই ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। ফলে এই অভিযান ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। বারাকপুর কমিশনারেটের অনেক আগেই যাতে বিজেপি কর্মীদের আটকে দেওয়া যায় সেজন্যে সকাল থেকেই ব্যস্ততা পুলিশ প্রশাসনে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড। বাড়তি পুলিশ কর্মীকেও মোতায়েন করা হয়েছে।
লোকসভা নির্বাচনের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। একাধিকবার বোমাবাজির ঘটনায় বার বার খবরের শিরোনামে উঠে এসেছে ভাটপাড়া৷ বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ফের সেই ভাটপাড়াতেই৷ থানা উদ্বোধনের দিন সকাল থেকে বোমা, গুলিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও ১৪৪ ধারা জারি করা রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। চলছে মাইকিং। অন্যদিকে, উত্তর ২৪ পরগণায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। আজ শুক্রবার রাত পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। গুজব যাতে না ছড়ায় সেজন্যে প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।