বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা কেশপুরে। এদিন সকাল সকাল ভারতী ঘোষ বুথে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। বুথ চত্বরেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ঘটনায় পায়ে চোট পান ভারতী ঘোষ। পাশাপাশি এই বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির।
প্রার্থীর হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন।
এদিকে ভয়ঙ্কর দাবদহ থেকে বাঁচতে সকালে বুথে বুথে লম্বা লাইন। ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও মেদিনীপুরে। দেশের ৭ রাজ্যের ৫৯ লোকসভায় আজ নির্বাচন। ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে রাজ্যে।