করোনা আক্রান্তদের চিকিৎসায় ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করলো ভারত সেবাশ্রম সংঘ

করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আক্রান্তের জায়গা দিতে রাজ্যের বহু হাসপাতালকে করোনা আক্রান্তদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এমতবস্থায় ভারত সেবাশ্রম (Varoth service) নিজেদের হাসপাতালে ৫০ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করলো। কলকাতার জোকার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে এটি তৈরি করা হয়েছে।

এই ৫০ বেডের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে। রয়েছে ভেন্টিলেটর থেকে শুরু করে রয়েছে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা। এই হাসপাতালে আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর সহযোগিতার অনুরোধকে মাথায় রেখে, এমনটাই জানানো হয়েছে সংঘের তরফে। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় সবার সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

কলকাতাসহ আশেপাশের জেলার বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার দুঃস্থ মানুষদের প্রধান চিকিৎসার ভরসা ভারত সেবাশ্রম সংঘের (Bharat Seva Shram Sangha) জোকার এই হাসপাতাল। বিনামূল্যে আধুনিক চিকিৎসা লাভের আশায় দূরদূরান্ত থেকে দুঃস্থ, দরিদ্র মানুষেরা এই হাসপাতালে ভিড় করেন। ভারত সেবাশ্রম সংঘ নিজেদের সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছে। এবার করোনা সংক্রমণের মোকাবিলায় ৫০ বেডের আইসোলেশন বিভাগ চালু করলো তাঁরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.