আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh)নিশানায় রাজ্য সরকার। কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করছে রাজ্য (state)সরকার, এমনই অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। তাঁর অভিযোগ, রাজ্যের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্র টাকা পাঠালেও শিক্ষা দফতর সেই টাকা কাজে লাগাচ্ছে না।
কেন্দ্রের পাঠানো টাকা বাংলায় কাজ না হয়েই ফিরে যাচ্ছে বলেও অভিযোগ এনেছেন দিলীপ ঘোষ। রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি রাজনৈতিক আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।
আবারও দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার। এবার বিজেপি রাজ্য সভাপতির নিশানায় রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। একই সঙ্গে কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য সরকার নয়ছয় করছে বলেও অভিযোগ দিলীপ ঘোষের।
তাঁর অভিযোগ, ‘রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ নেই। বিভিন্ন কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনৈতিক আখড়া বানানো হচ্ছে।’
এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকার কাজে লাগাচ্ছে না বলেও অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য সভাপতি।
একাধিক ক্ষেত্রে বাংলায় শাসকদল তৃণমূল দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ এনেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘বাংলায় একশো দিনের কাজের টাকা লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। একশো দিনের কাজে সবচেয়ে বেশি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি দুর্নীতিও এখানেই হয়েছে।’
এছাড়াও আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পাঠানো টাকাও নয়ছয়ের আশঙ্কা করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের আশঙ্কা, ‘আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যে টাকা কেন্দ্র পাঠিয়েছে, সেটা তৃণমূল নেতাদের পকেটে না চলে যায়।’
যদিও দিলীপ ঘোষের রাজ্যের বিরুদ্ধে বিষেদাগার করে একের পর এক এই অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূলের নেতারা।