বাঙালী জাতীয়তাবাদ (আঞ্চলিকতাবাদ ) বিক্রি করে আগামী ভোটে জিততে হবে l বিহারি পিকের পরবর্তী ওষুধ l বাংলায় লেখা জাতীয় সঙ্গীত সারা ভারত গেয়ে তাকে অশুদ্ধ এবং হিন্দি বানিয়ে দিয়েছে l তাই শুদ্ধ বাংলায় ‘রাজ্য সঙ্গীত’ চাই l যেমন গত বছর শুদ্ধ বাংলায় দূর্গা পূজার অঞ্জলি চালানোর চেষ্টা হয়েছিল l কিছু নেতা নাকি পিসিমনিকে খুশি করতে সেই বাংলা অঞ্জলি দেবার পরে আবার লুকিয়ে মায়ের কাছে সাংস্কৃত অঞ্জলি দিয়ে মাপ চেয়ে নিয়ে প্রার্থনা করেছে, ‘ক্ষমা কোরো মা, পার্থ ও কেষ্টর প্রতিবশী বানিও না, দুর্যোধন/দুশাসনদের সঙ্গে দিব্যি আছি’ l
পি কে তার ব্যবসা করতে এসেছে l কিন্তু বাঙালী যদি নেতানেত্রীদের কথা শুনে উদ্বুদ্ধ হয় ঋষি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের লেখা গান/কবিতাকে হিন্দি গান বলে ভুল করে আঞ্চলিকতা বাদের মন্ত্রে দীক্ষিত হয় , তবে একবার ইউটুবে দেখে নিন পাঞ্জাবী উগ্রপন্থীদের সিদ্ধার্থ শঙ্কর রায় (আজকের মুখ্যমন্ত্রীর একসময়ের গুরু ) কেমন বাটাম দিয়েছিল l মাচিস ছবিটা একবার দেখে প্রস্তুতি নিতে পারেন l পশ্চিমবঙ্গ দেশ থেকে আলাদা হলে ১০ দিন লাগবে শ্রীলংকা হতে l সকালে ব্যাবহার করার দাঁতের মাজন, ডিম, মাছ, টিভি, মোবাইল ফোন কিছুই তো আসে অন্য রাজ্য থেকে l চেন্নাইতে ডাক্তার দেখাই l বিপ্লবী যাদবপুরের ক্যাম্পাসে ৯৯% চাকরি হয় অন্য রাজ্যে, আর বাকীরা বেকার হয়ে দখল করে রাখে হোস্টেল l মুখ্যমন্ত্রীই বলেন, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করলে বেকার হয় হাজার হাজার লোক, কেন্দ্রের দেয়া ২ টাকা কেজির চাল খেয়ে বেঁচে আছে ৮০% মানুষ l এরপরেও আলাদা রাজ্যের ধুঁয়া? দেশের বাইরে গিয়ে বাঁচবো আমরা?
তাই বলি, যারা এই ফাঁদে পা দেবেন, প্রস্তুত হোন নতুন কোন সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্য l যে বাঙালী গত ৩০ বছরে ৩০ তা হিট গান লিখতে পারে নি, সে এবার রাজ্যের গান লিখবে আপনাকে উদ্বুদ্ধ করে বাটাম খাওয়ানোর জন্য l রাজ চক্রবর্তী ‘মাচিস’ ছবির বাংলা রিমেক বানিয়ে রাখুন l সময়মত বাজারে ছেড়ে পয়সা তুলে নেবেন l
সুদীপ্ত গুহ