বাংলার জেলায় জেলায় করোনা প্রকোপ কমেছে না বেড়েছে, কি বলছে স্বাস্থ্য ভবন

কলকাতা: বাংলার জেলায় জেলায় আগের থেকে করোনা প্রকোপ কমেছে না বেড়েছে ৷ কি বলছে রাজ্যের স্বাস্থ্য ভবন৷ একনজরে রইল স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান৷

উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ১২৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১ লক্ষ ২১ হাজার ৯৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৯৮৪ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২,৪৫২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে ১,৬৬১ জন৷

হাওড়া- নতুন আক্রান্ত ২২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৫,৪২৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩৪,০৯৪ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১,০৩৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ২৯৬ জন৷

হুগলি – একদিনে আক্রান্ত ১৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৯,২৯২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৮,৫৩৪ জন৷ গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ তবে মোট মৃতের সংখ্যা ৪৮২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৭৬ জন৷

দক্ষিণ ২৪ পরগনা-একদিনে আক্রান্ত ১৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৬,৮৫৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩৫,৮৬২ জন৷ মোট মৃতের সংখ্যা ৭০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৯০ জন৷

পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ১৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৬,০৯৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৫,৬১৫ জন৷ মোট মৃতের সংখ্যা ১৬৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩১৫ জন৷

পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২,৫৭৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১২,৩৪৬ জন৷ মোট মৃতের সংখ্যা ১০০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩১ জন৷

পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ১১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২০,৫৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ২০,০২৫ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২৭ জন৷ পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৭ জন৷

এই পর্যন্ত মোট আক্রান্ত ২০,১৩৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৯,৬৬৭ জন৷ মোট মৃতের সংখ্যা ৩০৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬১ জন৷

ঝাড়গ্রাম- নতুন করে মাত্র ১ জন আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত ৩,০২৯ জন৷ এই জেলায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ২,৯৬৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২ জন৷

বাঁকুড়া- একদিনে আক্রান্ত ১৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৭৫৩ জন৷ মোট মৃতের সংখ্যা ৯১ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৪৫০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২১২ জন৷

পুরুলিয়া- একদিনে আক্রান্ত ৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭,১৩৩ জন৷ এই জেলায় মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬,৯৬৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১১৬ জন৷

বীরভূম- একদিনে আক্রান্ত ১০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯,৯৪১ জন৷ মোট মৃতের সংখ্যা ৮৯ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯,৬৬৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৮৫ জন৷

নদীয়া- একদিনে আক্রান্ত ১৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২২,৪০০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ২১,৮৫০ জন৷ মোট মৃতের সংখ্যা ৩১১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩৯ জন৷

মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২,২৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৮৮৪ জন৷ মোট মৃতের সংখ্যা ১৪৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৯৭ জন৷

মালদহ- একদিনে আক্রান্ত ৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২,৬১৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১২,৩৯০ জন৷ মোট মৃতের সংখ্যা ১১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১১৬ জন৷

দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৮,১৪৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,০২৪ জন৷ মোট মৃতের সংখ্যা ৭৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৫ জন৷

উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত মাত্র ৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৫৯০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬,৪১২ জন৷ মোট মৃতের সংখ্যা ৭৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০৫ জন৷

জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৪,৬০১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৪,২৯২ জন৷ মোট মৃতের সংখ্যা ১৫৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৫৯ জন৷

কালিম্পং-একদিনে মাত্র ১ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,২১৫ জন৷ মোট মৃতের সংখ্যা ২৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,১৫০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪০ জন৷

দার্জিলিং- একদিনে আক্রান্ত ১২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৮,২২৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৭,৮০০ জন৷ মোট মৃতের সংখ্যা ২০৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২২ জন৷

কোচবিহার- একদিনে আক্রান্ত ৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৭৯৪ জন৷ এই জেলায় মোট ৭২ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১১,৬৪৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৭ জন৷

আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত মাত্র ১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭,৬৮৬ জন৷ মোট মৃতের সংখ্যাটা ৮৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৫৬৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.