বঙ্গে আজ পঞ্চম দফার ভোট। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ৬ জেলার ৪৫ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা আজ। নিরাপত্তায় মোতায়েন মোট ৮৫৩কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের যাবতীয় খুঁটিনাটি নিয়ে দেখুন LIVE UPDATE:
সকাল ১০.৩০: হঠাৎ দেখা! শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে সাক্ষাৎ দমদম ও বিধাননগরের দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী, রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসুর। একে অপরকে আলিঙ্গন করে জয়ের শুভেচ্ছা জানালেন।
ছবি: গোপাল দাস
সকাল ১০.২২: হিংসা দিয়ে উন্নয়ন হয় না। এ রাজ্য়ে বিজেপির তেমন জনসমর্থন নেই, তৃণমূলই জিতবে। ভোট দিয়ে পাতলেবাসের বাড়িতে বসে বললেন বিমল গুরুং।
সকাল ১০.০৪: সল্টলেকের শান্তিনগরে অশান্তি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইট ছোঁড়াছুঁড়ি। আহত মহিলারাও। রাস্তা ভরতি ইটে, চরম বিশৃঙ্খলা। দুই প্রার্থী সব্যসাচী দত্ত ও সুজিত বসু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর।
সকাল ৯.৫৯: মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি-২ ব্লকের মিনাপুর বুথে ভোটারকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ মেমারি-২ ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ ইসমাইলের।
সকাল ৯.৪০: সকাল ৯ টা পর্যন্ত ৬ জেলায় ভোটদানের হার ১৬ শতাংশ। দার্জিলিং ও কালিম্পংয়ে ভোট পড়ল গড়ে ১৪ শতাংশ, জলপাইগুড়িতে ভোট ১৮ শতাংশ, পূর্ব বর্ধমান ও নদিয়ায় গড়ে ১৬ শতাংশ ভোট পড়ল।
সকাল ৯.২০: মিনাখাঁর তেলিনিপাড়ার ৮০ নং বুথে বিজেপির পোলিং এজেন্ট ধানু ভুুঁইঞাকে অপহরণের অভিযোগ। ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা, কাঠগড়ায় তৃণমূল। প্রতিবাদে পথ অবরোধ।
সকাল ৯.১৪: নিউটাউনের বাবলাতলা এলাকায় ১৮ ও ১৯ নং বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের তোলা অভিযোগ ঘিরে তোলপাড়।
সকাল ৯.০৭: বিজেপি ও সিপিএমের ভয়েই মাথায় হেলমেট পড়ে ভোটের ময়দানে বুথ পরিদর্শনে মন্তেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী।মন্তেশ্বরের গলাতুন গ্রামের ৪০ ও ৪১ নং বুথে এজেন্ট বসতে না দেওয়া ও চার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ।
সকাল ৯: রাজারহাট-গোপালপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। ভোটদানের পাশাপাশি করোনাবিধি মেনে, মাস্ক পরার আবেদন তাঁর।
সকাল ৮.৫৮: বর্ধমান দক্ষিণ বিধানসভা দুবরাজদিঘি হাই স্কুলে ৩৭ নং বুথে বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৮.৫২: ভোটের সকালে পতাকা ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা রায়না বিধানসভার ফকিরপুর এলাকায়। ৭২ নম্বর বুথের সামনে বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে হাতাহাতি।
একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও অভিযোগ অস্বীকার উভয়পক্ষের। অভিযোগ, তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে বিজেপি। তা নিয়েই দু’পক্ষের হাতাহাতি শুরু হয়।
সকাল ৮.৪৫: ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী মদন মিত্রর। অভিযোগ, একটি বুথে গেলে তাঁর দেহ তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে তাঁর কথাকাটাকাটিতে ছড়াল উত্তেজনা।
সকাল ৮.৪১: লেকটাউনের কালিন্দীতে সাধারণ ভোটারদের সঙ্গে ভোটের লাইনে দমদমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ব্রাত্য বসু।
সকাল ৮.৩৮: বুথ পরিদর্শনে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। বাড়ি থেকে পুজো করে বেরলেন তিনি। কালিন্দীর বুথে প্রবেশে বাধা পেলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথাকাটাকাটি তাঁর। বুথে দাঁড়িয়েই নির্বাচন কমিশনের অফিসারকে ফোন সুজিত বসুর।
সকাল ৮.৩৪: মিনাখাঁয় ভোটারদের ভোটদানে বাধাদানের অভিযোগ। মাঝপথ থেকে মহিলারা বাড়ি ফিরলেন। তৃণমূলের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ।
সকাল ৮.২৯: সকাল থেকে বিধাননগরের বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। নয়াপট্টিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা অভিযোগ, বহিরাগতরা কেন্দ্রে এসে ভোটারদের প্রভাবিত করছে।
সকাল ৮.২৫: সকাল সকাল ভোট দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য়ের বিদায়ী মন্ত্রী গৌতম দেব।
সকাল ৮.২০: বসিরহাট উত্তরে আইএসএফ এজেন্টকে বুথে বসতে বাধাদানের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
সকাল ৮.০৬: শিলিগুড়ির নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।
সকাল ৮.০১: আজ ভাগ্যপরীক্ষা। সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। নির্দিষ্ট বুথে ভোট দিয়ে নিজে বেরলেন বুথ পরিদর্শনে।
সকাল ৭.৫৭: ভোট শুরু হতেই একাধিক কেন্দ্রের বুথে ইভিএম খারাপের খবর। শুরুই হতে পারল না ভোটগ্রহণ।
সকাল ৭.৫৩: পাহাড়ে ভোট উৎসব। পঞ্চম দফার ভোটে শামিল কালিম্পং, দার্জিলিংবাসী। ভোটার লাইনে GNLF নেতা মন ঘিসিং বিজেপির পক্ষে সওয়াল করে বলেন, ”খেলা তো সবে শুরু। আমরা বিজেপির সরকার চাই, বিচার চাই।”
সকাল ৭.৪০: তিন বছর ফেরার থাকার পর ফের গণতন্ত্রের উৎসবে পাহাড়ের একদা প্রতাপশালী নেতা বিমল গুরুং। সকালেই পাতলেবাসে, বাড়ির সামনের বুথে সস্ত্রীক দিলেন ভোট। তাঁকে ঘিরে উৎসাহী মোর্চা সদস্য়দের একাংশ।
সকাল ৭.২৫: কল্যাণীর গয়েশপুর বাইপাসে সুকান্তনগরের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ভোটার কার্ড হাতে রাস্তায় বসে অবরোধ স্থানীয়দের। কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি, অভিযোগ তাঁদের। বেশ কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে আতঙ্কিত ভোটাররা। আতঙ্ক কাটাতে গ্রামে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৭.২০: রাজারহাট-গোপালপুর কেন্দ্রের অন্তর্গত কেষ্টপুরের এক বুথে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন।
সকাল ৭.১৩: পানিহাটির ১১২ নং বুথে উত্তেজনা। বুথের ভিতর থেকে বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
সকাল ৭.১০: জলপাইগুড়ির ফুলবাড়ির এক বুথে বিজেপি পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ।
সকাল ৭.০৫: কল্যাণীর কাঁটাগঞ্জে ভোট শুরু হতে না হতেই উত্তেজনা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পাশাপাশি গয়েশপুরে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ।
সকাল ৭: বঙ্গে শুরু পঞ্চম দফার ভোটদান পর্ব। সকাল থেকেই বিভিন্ন বুথে শারীরিক দূরত্ববিধি মেনে ভোটের লাইনে জনতা।
সকাল ৬.৫২: কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ।
সকাল ৬.৪১: বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপি এজেন্ট, কর্মীকে মারধরের অভিযোগ। অজিত সোরেন ও সুব্রত ঘোষকে মারধর। বর্ধমান উত্তর কেন্দ্রের সরাইটিকর প্রাথমিক স্কুলের বুথের ঘটনা। ব্যাপক মারে মাথা ফেটেছে অজিত সোরেনের। আহত অবস্থায় তাঁরা ভরতি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
সকাল ৬.৩৭: মিনাখাঁয় আক্রান্ত বিজেপির এজেন্ট। বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
সকাল ৬.৩৪: নিউটাউনের তারুলিয়ায় তৃণমূল এজেন্টের বাইকে আগুন। বুথে বসা আটকাতে আগুন লাগানো হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে সরব শাসকদলের প্রতিনিধিরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মধ্যে।
সকাল ৬.৩০: সকাল হতেই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৬.২৬: ভোট ‘উৎসব’। শিলিগুড়ির একটি বুথকে মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। জনতাকে ভোটদানে উৎসাহী করতেই এই ব্যবস্থা, জানালেন কর্তারা।
সকাল ৬.২০: সল্টলেকের সুকান্তনগরে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ। খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৬: ভোট শুরুর আগেই আক্রান্ত রানাঘাট উত্তর-পূ্র্বের তৃণমূল প্রার্থী সমীর পোদ্দার। তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।