Bengal Polls LIVE: সাড়ে ন’টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ১৭.৪৭ শতাংশ

আজ সপ্তম দফার ভোটগ্রহণ। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে নির্বাচন। আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। কোভিডবিধি নিয়েও কড়া মনোভাব নির্বাচন কমিশনের। দিনভর ভোটের খুঁটিনাটি।

সকাল ১০.৩৭: বুথের বাইরে ভোটারদের ভয় দেখানোর অপরাধে তৃণমূলের রানিনগর ২ ব্লকের সভাপতি মীজান হাসানের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। মীজান জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোমনগর ২১৬ নম্বর বুথ থেকে

সকাল ১০.২৯: আসানসোল দক্ষিণের ভক্তনগর ২৮৭ নম্বর বুথের ভিতর দলীয় লোগো লাগানো টুপি পরে বসেছিলেন তৃণমুলের বুথ এজেন্ট। টুপি খুলে নিয়ে আসেন অগ্নিমিত্রা পাল।

সকাল ১০.২৫: বালিগঞ্জের পেয়ারাবাগানে উত্তেজনা। বিজেপিকে ক্যাম্প করতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকী, বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে মারধরেরও অভিযোগ উঠেছে। 

সকাল ১০.১৫: পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট রানিগঞ্জ বিধানসভার হরিশপুর গ্রামে।

সকাল ১০.১১: চাপুই খাস কোলিয়ারি ১৪০, ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সেন্ট্রাল পুলিশের দল ও কুইক রেস্কিউ টিম রাস্তার মাঝে থেকে সরিয়ে দিল এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বিনোদ নুনিয়াকে। তিনি এদিন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন। 

সকাল ১০.০৭: সুতির ৩২/৩৩/৩৪ নম্বর বুথ। মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব। ভোট চলছে অবাধে।

সকাল ১০.০০: আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জের ২৩৮ নম্বর বুথে তৃণমুলের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথে জমায়েতের অভিযোগ। সেখান থেকে তাঁদের সরাতে গেলে বচসা হয়। সেইসময় বুথ অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সকাল ৯.৫৯: ভোট দিলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার।

সকাল ৯.৫৮: সুতির ২২/২৩ নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ উঠেছে। বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয় বলে খবর। 

সকাল ৯.৫৬: বুথে ঢুকতে ফের বাধা পেলেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। স্থানীয় পুলিশ কর্মীরাই তাঁদের বাধা দিয়েছে বলে অভিযোগ।  

সকাল ৯.৫৫: জামুড়িয়ার বুথে ঢুকতে বাধা সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষকে। প্রার্থীর অভিযোগের নিশানায় কেন্দ্রীয় বাহিনী। তাঁরা নিয়ম জানেন না বলে অভিযোগ করলেন ঐশী।

সকাল ৯.৫০: সকাল ৯.৩২ মিনিট পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৭.৪৭ শতাংশ। এখনও পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে মুর্শিদাবাদে ২০ শতাংশ। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ১৯ শতাংশ। পশ্চিম বর্ধমানে ১৭ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম হারে ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, ১৩ শতাংশ।

সকাল ৯.৪৬: মালতিপুর বিধানসভার ১৮৮ নম্বর বুথের পাশে তৃণমূল কর্মী সমর্থকদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ উঠল। চাঞ্চল্য ছড়িয়েছে মালতিপুর বিধানসভার যদুপুর এলাকায়। ভোটাররা সাময়িক ভোটের লাইনে যাওয়া বন্ধ করে দেন। স্থা্নীয় তৃণমূল নেতৃত্ব  নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আশ্বাস দিলে ফের শুরু হয় ভোটের লাইনে যাওয়া। তৃণমুল সমর্থকদের দাবি, শান্তিপূর্ন ভোটদানের ব্যবস্থা করতে হবে।

সকাল ৯.৪০: পুলিশের সঙ্গে বচসা বাধে বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের। বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে  থানায় আসেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টের ভয় দেখানো হচ্ছে।

সকাল ৯.৩৮: সোমবার সকালে ভোটের দিনেই প্রয়াত হলেন তৃনমূলের বর্ষীয়ান নেতা তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সাগীর হোসেন। এবার দলের টিকিট না পেয়ে অভিমানে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলে তিনি।

সকাল ৯.৩২: শরীর ভাল নেই। কোভিড পরিস্থিতিতে ভোট দিতে যাওয়ার অনুমতি মেলেনি চিকিৎসকদের তরফে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে। তাই এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উল্লেখ্য, তিনি বালিগঞ্জ কেন্দ্রের ভোটার। 

সকাল ৯.২৭: ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের পলাশ বাটির ৮৭ নম্বর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ।

সকাল ৯.২২: মালদহ জেলার ছয় বিধানসভা কেন্দ্রের মোট ৫৭টি বুথে ইভিএম ‘অকেজো’। এই অভিযোগ তৃণমূলের।

সকাল ৯.০৮: মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিয়াজুদ্দিন খানের বিরুদ্ধে ভোটার লাইনে মাস্ক বিলির অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করে ভোট চাইছিলেন তিনি। যদিও অভিযোগ উড়িয়ে কংগ্রেস প্রার্থী দাবি করেছেন, তিনি ভোটারদের প্রভাবিত করছিলেন না। বরং করোনা পরিস্থিতিতে ভোটারদের সুরক্ষার কথা ভেবে মাস্ক বিলি করেছেন। 

সকাল ৯.০৫: মালদহের হরিশ্চন্দ্রপুরে ১৬৩ ১৬৪ কমলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।

সকাীল ৮.৫৩: সোমবার সকাল সকাল বিভিন্ন বুথে ভোট প্রক্রিয়া তদারকি করলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । বৈদ্যনাথপুর হাইস্কুল বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্রবাবু জানান, “শান্তি ও নির্বিঘ্নে ভোট চলছে । সব বুথে বিভিন্ন দলের পোলিং এজেন্ট রয়েছে।” ভোট প্রক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই বলে জানান তিনি । পাশাপাশি তিনি প্রশংসা করেন কমিশনের। নির্বিঘ্নে যাতে ভোট হয় তার জন্য কমিশন যে সব পদক্ষেপ নিয়েছে তাতে তিনি খুশি বলে জানান।

সকাল ৮.৪৮: ভোটকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট পড়ে ভোট দিতে গিয়েছিলেন ভোটার। ঘটনাস্থল হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৮৭ নম্বর বুথ। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। তৎপরতার সঙ্গে ওই ভোটারকে গেঞ্জি বদল করে ভোট দিতে আসার নির্দেশ দেয় বাহিনী। 

সকাল ৮.৪৭: গাড়িতে হামলা হহয়েছে বলে দাবি করেছিলেন রানিনগরের বিজেপি প্রার্থী মসুহারা খাতুন। তাঁর দাবি নাকচ করল কমিশন। 

সকাল ৮.৪২: সকাল সকাল লাইনে দাঁড়িয়ে কুলটি বিধানসভার চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৩ নম্বর বুথে পরিবারের সকলকে নিয়ে ভোট দিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এদিন ভোট দেওয়ার পর তিনি জানান, নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে না পারায় মানুষের মনে আতঙ্ক, ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। তিনি দাবি করেন সংযুক্ত মোর্চা এবার সরকার গড়বে। বিজেপি এবং তৃণমূল ছয় দফায় দাবি করছেন তারা সরকার করছেন এই দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন তাহলে ভোট বন্ধ করে দিলে সরকারের টাকা বাঁচবে।

সকাল ৮.৪০: মুর্শিদাবাদ বিধানসভার তেঁতুলিয়ায় বর্ডারপাড়া এলাকায় ২৪৮ \ ৬৪ নম্বর বুথের কাছে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির কার্যালয় ভাঙচুর করা হয়। ছিঁড়ে ফেলা হয় বিজেপির ফেস্টুন ব্যানার। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে।

সকাল ৮.৩৩: বুথের কয়েক মিটার এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন নিয়েই শুরু বিতর্ক হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ২৩০ নম্বর বুথ এলাকায়। করোনা বিধি সঠিক না মানায় এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। বুথের এতো কাছে কি করে বিজেপি ও বামফ্রন্টের রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারে দেওয়াল লিখন থাকতে পারে সে নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সকাল ৮.১৬: সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রিসাইডিং অফিসার, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

সকাল ৮.১৫: রতুয়া বিধানসভার ১৪৯ নম্বর পিন্ডোলতোলা বুথে সংযুক্তমোর্চার পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮.১৪: গাজোল বিধানসভার পান্ডুয়া হাইস্কুলে ২০২, ২০৩ নং বুথে বাইকে তৃণমূলের স্টিকার লাগান নিয়ে বিতর্ক। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সরিয়ে দেওয়া হল বাইকটিকে।

সকাল ৮.১১: রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে কংগ্রেস প্রার্তী আশুতোষ মুখোপাধ্যায়কে। 

সকাল ৮.০৭: দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৭৬/১৩৬নম্বর এম. এ. এম. সি মডার্ন স্কুলে বুথে সংযুক্ত মোর্চার প্রার্থীর সিপিআইএমের বুথ এজেন্ট মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছিলেন ভোটারদের। এই ছবি ক্যামেরা বন্দি হতেই বিড়ম্বনায় পড়েন প্রিসাইডিং অফিসার, বললেন জানতেন না তিনি। প্রায় এক ঘন্টা আগে ভোট শুরু হয়ে গেলেও আশাকর্মীরা ছিল না। পরে তাকে সরিয়ে দেওয়া হয়। মাস্ক, স্যানিটাইজার দিতে শুরু করে পুলিশ কর্মীরা।

সকাল ৮.০১: বন্দর এলাকায় ফিরহাদ হাকিমের সামনেই উত্তেজনা। পাহাড়পুর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাধে।  হরিমোহন কলেজ-সহ নির্বাচন অঞ্চলে ঘুরে দেখছেন তৃণমূল প্রার্থী।

সকাল ৭.৫১: সাত সকালে ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে ভোট দিতে গেলেন ডায়মণ্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। অভিষেকের দাবি, “সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল পেয়ে গিয়েছে। এখন আসন বাড়ানোর পালা। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে তৃতীয়বার সরকারে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”

সকাল ৭.৫০: কলকাতার ওয়াটগঞ্জে বিজেপি এজেন্টকে বাধা। 

সকাল ৭.৪৭: সাগরদিঘির ৯০ নম্বর বুথের ইভিএম বিকল। 

সকাল ৭.৪২:  দুর্গাপুর পশ্চিম বিধানসভার ২৩১ নং বুথে সকাল থেকে ইভিএম খারাপ। লম্বা লাইন ভোটারদের।

সকাল ৭.৩৯: কলকাতা বন্দরের একটি বুথ  ইভিএম  খারাপ।

সকাল ৭.৩৮: মালদার চাঁচোল ৪৫ নম্বর বিধানসভার ২৩৩ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ । সকাল ৭ টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হয়নি ।

সকাল ৭.৩৩: বন্দর থানা এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। পশ্চিম বন্দর থানা এলাকার হুগলি পাটকলের কাছ থেকে ১৯টি বোমা মিলেছে। কড়েয়া এলাকা থেকে ১৫টি বোমা মিলেছে বলে খবর। 

সকাল ৭.২৫: তেঁতুলিয়া গ্রামে বিজেপির দলী. কার্যালয় ভাঙচুরের খবর সামনে এসেছে। বিজেপির সংখ্যা লঘু মোর্চার সভাপতিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। 

সকাল ৭.১৬: রানিনগরে বিজেপি প্রার্থী মসুহারা খাতুনকে বাধা দেওয়ার অভিযোগ। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। গাড়িতে এজেন্টকে নিয়ে যাচ্ছিলেন বলে খবর। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে অভিযোগ রবিবার রাত থেকেই বিভিন্ন জায়গায় বোমাবাজী করে আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূলের লোকজন। ওই সময় বোমাবাজীর জেরে রানিনগরের পানিপিয়ায় আরেজান বেওয়া নামের এক বৃদ্ধা জখম হয়েছে তার চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সকাল ৭.০৯: ছেলের সঙ্গে ভোট দিতে গেলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

সকাল ৭.০৫: সুতিতে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। ১৬৮ নম্বর বুথের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িতে ঢুকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ উঠেছে। গেরুয়া শিবিরের ভোট না দিলে লাঠিপেটার নিদান দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সকাল ৭.০৪: সপ্তম দফা ভোটগ্রহণ শুরু বাংলায় ৩৪ বিধানসভায়। কোভিডবিধি চলছে ভোটগ্রহণ।

সকাল ৭.০১: কোভিডবিধি মেনে ভোটাধিকার প্রয়োগ করুন। সপ্তম দফা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে টুইটারে আরজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

সকাল ৬.৫৪: ভোট শুরুর আগেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। অভিযোগ, রানিনগর বিধানসভার মালীবাড়ি ১৭৫, ১৭৬ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ৩১ নম্বর লোচনপুর বুথে কংগ্রেসের এজেন্টের ফর্ম কেড়ে নেওয়া হয়েছে। পমাইপুর ,রোমিপুর , ধূলাউড়ির নুলিয়াপাড়ায় রাত থেকেই বোমাবাজি করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।
সেক্টর অফিসসে জানিয়েও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ করছেন মোর্চার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম।

সকাল ৬.৫০: দুর্গাপুরের একাধিক বুথে ইভিএমে গণ্ডগোল। দুর্গাপুর পূর্বের ১৯৬, ১০৮, ৭৪, ৮৭ বুথে ব্যালট ইউনিট খারাপ হয়ে গিয়েছে। 

সকাল ৬.৪৯: মুর্শিদাবাদের রানিনগরের বুথে উত্তেজনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। 

সকাল ৬.৪৪: মুর্শিদাবাদ বিধানসভার তেঁতুলিয়া গ্রামে রাতভর বোমাবাজি করে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই দুষ্কৃতীরা এলাকা তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

সকাল ৬.৩৭: মালদহের চাঁচলে উত্তেজনা। এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। 

সকাল ৬.৩৫: ভোটের আগের রাতে মালদহের রতুয়া থেকে একাধিক নির্দল সমর্থককে আটক করা হয়েছে। নির্দল প্রার্থী পায়েল খাতুনের ১০ পোলিং এজেন্টকেও আটক করা হয়েছে বল

খবর। প্রতিবাদে থানার সামনে ধরনায় বসেছেন প্রার্থী।

সকাল ৬.৩০: ভোটের আগে মুর্শিদাবাদে পুলিশ কর্মী বদল। মুর্শিদাবাদ থানার আইসির পরিবর্তে আনা হল নীহাররঞ্জন রায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.