বাংলায় প্রতিদিনই সুস্থতার হার বাড়ছে৷ এটা স্বস্তির খবর হলেও, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার৷ বেশ কিছুদিন ধরে বাংলায় মৃত্যুহার একই জায়গায় দাঁড়িয়ে আছে৷
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৭২৯ জন৷ বৃহস্পতিবার ছিল ২,৭৪৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪ হাজার ৩৫৩ জন৷ ফলে সুস্থতার হার বেড়ে ৯৪.৬৮ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৯৪.৫৬ শতাংশ৷ অর্থাৎ প্রতিদিনই বাড়ছে সুস্থতার৷
তবে উদ্বেগের বিষয় সুস্থতার হার বাড়লেও, বাড়ছে না মৃত্যুহার৷ ১৭ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মৃত্যু হার ১ দশমিক ৭৪ শতাংশ৷ যা গত এক সপ্তাহ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে৷ বাড়ছেও না,কমছেও না৷
একদিনে আক্রান্ত ২,২৩৯ জন৷ বৃহস্পতিবার ছিল ২,২৪৫ জন৷ গত সোমবার এই সংখ্যাটা ছিল ১,৮৩৪ জনে৷ সেদিন সংখ্যাটা ২ হাজারের নিচে নেমে এসেছিল৷ তবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩২ হাজার ৬৯৫ জন৷
একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪২ জনের৷ বৃহস্পতিবার ছিল ৪৪ জন৷ বুধবার ছিল ৪৬ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৯ হাজার ২৭৭ জন৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১৯ হাজারের সানান্য বেশি৷ যা বাংলার স্বস্তি৷ তথ্য অনুযায়ী,১৯ হাজার ৬৫ জন৷ বৃহস্পতিবার ছিল ৫৯৭ জন৷ তুলনামূলক ৫৩২ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৬৬ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৬৬ লক্ষ ২৩ হাজার ৮২০ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৭৩,৫৯৮ জন৷ একদিনে ৪২ হাজার ৩৫৫ জন৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৭ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷