করোনা: কোন জেলায় আক্রান্ত কত, রইল একনজরে

প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷ শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷

উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৬০৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৩ হাজার ৪৬৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৭,৪৫৬ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৫৪০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৪৭১ জন৷

হাওড়া- একদিনে আক্রান্ত ২১৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১০,৮১৯ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৮৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,৫২১ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৮১ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২,০১৭ জন৷

হুগলি – একদিনে আক্রান্ত ১৫১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫,১৯৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৮২৬ জন৷ গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৮২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৮৬ জন৷

দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২৫৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৮,১৩৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,৯৩৫ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২,০৭২ জন৷

পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ৫৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৮০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩৪৬ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬১৬ জন৷

পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ১০৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৩৫ জন৷ নতুন করে এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৮৭ জন৷

পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ২২৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৩১৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,০৩৪ জন৷ ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৫৪ জন৷

পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৩৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮৮২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩০১ জন৷ একজনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৬০ জন৷

ঝাড়গ্রাম- একদিনে আক্রান্ত ৪ জন৷ মোট আক্রান্ত ১১৪ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ৬৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৯ জন৷ বাঁকুড়া- একদিনে আক্রান্ত ৩২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৩০৩ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯১০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৯৩ জন৷

পুরুলিয়া- একদিনে আক্রান্ত ২১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫২৪ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৯৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২৭ জন৷

বীরভূম- একদিনে আক্রান্ত ৪৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,১৬৭জন৷ এই জেলায় গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭৭৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন৷

নদীয়া- একদিনে আক্রান্ত ৯০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১০২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩৫৭ জন৷ মোট মৃতের সংখ্যা ২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭২৩ জন৷

মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ৬৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮১৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৫৯ জন৷ একজনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭৩৩ জন৷

মালদহ- একদিনে আক্রান্ত ৫৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৬৪৩জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৭৩৪ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৯০ জন৷

দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ৭৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০৬৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৯৮ জন৷ একজনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৪৮ জন৷

উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ৫২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৫৩৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২২০ জন৷ মোট মৃতের সংখ্যা ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩০৩ জন৷

জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৭৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০৬০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৭৯ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৪৬২ জন৷

কালিম্পং- একদিনে মাত্র ৩২ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৭৭ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬৯ জন৷

দার্জিলিং- একদিনে আক্রান্ত ১০২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৪৩৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৫৮৪ জন৷ নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮১১ জন৷

কোচবিহার- একদিনে আক্রান্ত ৮৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৬৩৭ জন৷ এই জেলায় মাত্র একজনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেল ১০৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৬৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৭০ জন৷

আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত ১৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯০৫ জন৷ গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫৩৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬৬ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.