হরিপদ মণ্ডল, বারুইপুর, ৮ ফেব্রুয়ারি স্কুলের মাঠের একপ্রান্ত দখল করে চলাচলের রাস্তা তৈরির অভিযােগ উঠল বারুইপুরে। তবে কে বা কারা এই রাস্তা তৈরি করছিল সে সম্পর্কে সকলেই অন্ধকারে।
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর স্কুলের মাঠের প্রায় চার মিটার বাই চারশো মিটার জায়গা দখল করে সেখানে চলাচলের রাস্তা তৈরির কাজ হচ্ছিল, তাতে বাধা দেওয়া হয় স্কুলের তরফ থেকে। অভিযােগ এরপর থেকেই স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষককে অজ্ঞাত পরিচয় ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ইতিমধ্যেই স্কুল পরিচালন কমিটি, বারুইপুর পুরসভার চেয়ারম্যান, বারুইপুর থানা-সহ বিভিন্ন প্রসাশনিক মহলে স্কুলের তরফ থেকে অভিযােগ জানিয়েছেন প্রধান শিক্ষক শুভ্রজিৎ সেনাপতি।
প্রধান শিক্ষকের অভিযােগ, স্কুলের জায়গার উপর দিয়ে চলাচলের রাস্তা তৈরি করা হচ্ছিল। স্কুলের খেলার মাঠের উপর কংক্রিটের রাস্তা তৈরি হলেও সে বিষয়ে স্কুলের কাছ থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযােগ। তবে কে বা কারা এই রাস্তা তৈরির নির্দেশ দিয়েছেন সে বিষয়েও কেউ কোনও কাগজ দেখাতে পারেননি বলেই দাবি করেছেন প্রধান শিক্ষক।
শনিবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন খেলার মাঠের প্রায় দশ ফুট জায়গা জুড়ে রাস্তা তৈরি হচ্ছে মাঠ বরাবর। এ বিষয়ে নির্মাণ কর্মীদের জিজ্ঞাসাবাদ করলেও কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। ফলে স্কুলের তরফ থেকে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযােগ এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে স্কুলের একাধিক শিক্ষকের কাছে হুমকি আসতে থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
যুগশঙ্খ প্রতিবেদন