বিডিও এবং পুলিশকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। ছাড়েননি প্রশাসননিক আধিকারিকদেরও। বাঁকুড়ার ব্লক তৃণমূল সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, ‘বিজেপিকে সমর্থন করলে বিডিও ও আইসিদের দেখে নেওয়া হবে’।
বৃহস্পতিবার তৃণমূলের তরফে বাঁকুড়ায় একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি হৃদয়মাধব দুবে। সভা থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। ছাড়েননি প্রশাসননিক আধিকারিকদেরও। বিডিও ও আইসিকে সরাসরি হুমকি দেন তিনি। বলেন, ‘বিডিও ও আইসি বিজেপির দালালি করলে চলবে না। আমরা রামকৃষ্ণ মিশন থেকে আসিনি যে সকলের সেবা করব’।
বিজেপি নেতাদের উদ্দেশ করে কটু কথা বলেছেন আরও এক তৃণমূল নেতা। বিজেপি নেতাদের পচা পুকুরের জলে চুবিয়ে রাখার নিদান দিলেন তৃণমূলের মালদহ জেলার সভাপতি আবদুর রহিম বক্সি। সেই সভায় ছিলেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায়, দেবাংশু ভট্টাচার্য, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, দলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি প্রমূখ।
ওই তৃণমূল নেতার মন্তব্যের পালটা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এসব অনেক কিছুই বলছে। যত বাড়িতে সিবিআই আনাগোনা বাড়ছে, যত আবাস যোজনা দুর্নীতিতে নামের তালিকা বাড়ছে, নেতাদের নাম উঠে আসছে। ওদের টেনশনে মাথার ঠিক নেই। তাই এসব বলে ফেলছে’।