করোনা মহামারীর কারণে রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে না। আর তার ফলে রক্তের অভাবে ধুঁকছে রাজ্যের ব্লাড ব্যাংক এবং হাসপাতালগুলি। ফলে জরুরি ক্ষেত্রে রোগীর পরিবার-পরিজনকে রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ডোনার ধরে আনতে হচ্ছে রোগীর আত্মীয়দের। বাঁকুড়া জেলার অবস্থা প্রায় একই। এবার সে সঙ্কট কাটিয়ে তুলতে এগিয়ে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) সদস্যরা।
RSS-এর শাখা সংগঠন সেবা ভারতীর উদ্যোগে আজ বাঁকুড়া শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বঙ্গ বিদ্যালয় হাই স্কুলে হওয়া এই শিবিরে RSS-এর প্রবীণ ও নবীন মিলিয়ে বহু স্বয়ংসেবক উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ১৫০ জনের মতো স্বেচ্ছায় রক্তদান করলেন। এই শিবির থেকে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করা স্বয়ংসেবক শ্রী বিকাশ তিওয়ারি বলেন, ‛মানুষের সেবায় ও প্রয়োজনে RSS সবসময় পাশে থাকবে’।