রবিবার ভোট। তার আগে শুক্রবার প্রচারের শেষ দিনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার শহরের খ্রীশ্চান কলেজ প্রতিদিনকার প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচার সারলেন।
এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ডাঃ সুভাষ সরকার পৌঁছে যান সেখানে। কথা বলেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে। বিজেপি প্রার্থীর অভিনব এই প্রচার ভাবনায় খুশি প্রাতঃভ্রমণকারীরাও। ‘মর্ণিং ডাক্তার এদিকে…’এভাবে অনেক বরিষ্ঠ নাগরিক প্রাতঃভ্রমণকারী বিজেপি প্রার্থীকে তাঁদের কাছে ডেকে নিয়েছেন, এমন ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। সব মিলিয়ে শেষ লগ্নে পৌঁছেও প্রচারে এতোটুকুও খামতি রাখতে রাজী নয় পদ্ম শিবির।
বাঁকুড়া খ্রীশ্চান কলেজ মাঠে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচারের মাঝে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ছিল। কালই ‘দুধ কা দুধ, পানি কা পানি’ ছবিটা স্পষ্ট হয়ে গেছে। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই বিজেপি প্রার্থী বলেন, ‘সাত দিন আগেই বলেছিলাম তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবো। মাত্র ৩৬ ঘন্টা আগে সভা করার অনুমতি পাওয়া গিয়েছে। তারপর নরেন্দ্র মোদীর সভায় জনসমাগমের পর সেই ব্যবধান আরও বাড়বে বলেই তিনি জানান।
রবিবার ষষ্ঠ দফায় রাজ্যের পাঁচ জেলার আট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। যার মধ্যে রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটিও। চতুর্মুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূল। তবে শেষ হাসি কে হাসতে চলেছে তা জানা যাবে আগামি ২৩ মে।