চলতি সপ্তাহে টানা তিনদিনের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাংক। তাই যদি আপনার কোনও দরকারি কাজ থাকে তবে তা জলদি সেরে নেওয়া আবশ্যক। আপনার যাবতীয় প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন বৃহস্পতিবারের মধ্যে।
ব্যাংকগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে। এবার ২৬ ডিসেম্বর মাসের চতুর্থ শনিবার পড়ছে। এর পরে রবিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
অন্যদিকে শুক্রবার রয়েছে ২৫ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাস। এদিন রয়েছে জাতীয় ছুটি। অর্থাৎ শুক্র, শনি ও রবি মিলে টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক।
তাই আপনার যদি ব্যাংকে প্রয়োজনীয় কাজ থাকে তবে বৃহস্পতিবারের মধ্যে তা সেরে ফেলতে হবে। তাৎপর্যপূর্ণভাবে, পরের সপ্তাহটি বছরের শেষ দিন। এরপরে অনেক নিয়মকানুন পরিবর্তন হবে।
এছাড়া সবার মাথায় রাখা দরকার যে, চলতি বছরে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখও ৩১ ডিসেম্বর। সুতরাং, আপনার যদি ব্যাংক থেকে কোনও নথির প্রয়োজন হয় বা অন্য কোনও জরুরি কাজ থাকে তবে তা আর দেরি করে করা উচিৎ না। আয়কর রিটার্নের জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। তাই যদি আপনার বাড়ি বসে সেগুলি পাওয়ার অপশন না থাকে তবে মঙ্গল, বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে ওই কাজ সেরে ফেলুন। কারণ এরপর তিন দিন বন্ধ থাকবে ব্যাংক।