- বক্তব্য শেষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
- চিনকে ডোকালামে চোখে চোখ রেখে জবাব দেওয়ার ক্ষমতা রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- গোর্খা ভাইদের পাশে দাঁড়ালেন অমিত শাহ।
- হিন্দু শরনার্থীদের দেশ ছেড়ে বিতাড়িত করা হবে না, ঘোষণা অমিত শাহের।
- পাকিস্তানকে মুখের উপর জবাব দেওয়া হবেই। যতই রাহুল গান্ধী-মমতা প্রশ্ন তুলুক না কেন?
- কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে মিমিক্রি করলেন অমিত শাহের। একই সঙ্গে সাফ জবাব, কোনও হিসাব দেওয়ার দরকার নেই কংগ্রেসকে।
- কতজনের মুখ বন্ধ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন অমিত শাহের।
- তৃণমূলের থেকে আগের বাম শাসন ভালো ছিল, বিস্ফোরক দাবি বিজেপি সভাপতির।
- দিদির হাত থেকে একমাত্র নরেন্দ্র মোদীই বাঁচাতে পারেন বাংলার মানুষকে, দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
- দাড়িভিট ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ বিজেপি সভাপতির।
- তৃণমূল বাংলার আইন ব্যবস্থাকে নষ্ট করছে তৃণমূল। গণতন্ত্র শেষ করছে শাসকদল।
- আলিপুরদুয়ারকে ধরে বাংলায় এবার ২৩টি আসন পাবে বিজেপি, আত্মবিশ্বাসী বিজেপি।
- বাংলায় তৃণমূল কন্ঠোরধ করছে, বিস্ফোরক অভিযোগ অমিত শাহের।
- বাংলা থেকে তৃণমূলকে মূল সমেত উপড়ে ফেলার ডাক অমিতের। বাংলায় অস্বস্তি রক্ষা করবে এই ভোট। আলিপুরদুয়ারে বললেন অমিত শাহ।
- ২০১৯ লোকসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ভোট বাংলার জন্যেও অনেক গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে দেশের দিশা ঠিক করবে এই ভোট, আলিপুরদুয়ারে বললেন অমিত শাহ।
- বাংলায় পরিবর্তন আনতে গেলে গলায় জোর আনতে হবে, আওয়াজ তুললেন অমিত শাহ
- এই মুহূর্তে আলিপুরদুয়ারে বক্তব্য রাখছেন অমিত শাহ। শুরুতেই বাংলায় পরিবর্তনের ডাক অমিতের। তৃণমূলকে হঠানোর ডাক তাঁর মুখে। একই সঙ্গে বিজেপি প্রার্থী জন বার্লাকে জেতানোর ডাক।
ভোট প্রচারে বাংলা এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রথম দফার নির্বচনের আগেই আসলেন তিনি। অমিত শাহের সঙ্গে একমঞ্চে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় উপস্থিত রয়েছেন।