কিশোরী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীতে। স্থানীয় লক্ষণ মণ্ডলের অভিযোগ গত তেসরা মার্চ তার বোন লক্ষী মন্ডল,বয়স 15 বছর নিখোঁজ হয়ে যান। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষণ বাবু। কিন্তু কিশোরীর পরিবারের অভিযোগ, নিউ জলপাইগুড়ি থানা তে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানোর 12 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত লক্ষ্মী মন্ডলকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বিষয়টি ইতিমধ্যেই রাজনৈতিক রঙ নিয়েছে। নিজের বোনকে ফিরে পেতে বিশ্ব হিন্দু পরিষদের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী দাদা লক্ষ্মণ মণ্ডল। রবিবার দুপুরে নিখোঁজ কিশোরী লক্ষ্মী মন্ডলের নিখোঁজ সংক্রান্ত ঘটনায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে কতদূর এগিয়েছে তা জানতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। বিশ্ব হিন্দু পরিষদের নেতা রাকেশ আগারওয়াল সহ অন্যান্যরা থানার সামনে বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানান “যতক্ষণ না পর্যন্ত কিশোরীকে উদ্ধার করতে না পারবে পুলিশ”। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নিউ জলপাইগুড়ি থানায়। বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের এবং নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজনের অভিযোগ নিখোঁজ কিশোরী কে অপহরণ করেছে এলাকারই এক যুবক। বিষয়টিতে ভালোবাসার যুদ্ধের অভিযোগ তুলে সরব হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। ইতিমধ্যেই ভালোবাসার যুদ্ধের গল্পে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার এই অভিযোগ শিলিগুড়ি শহরের ফুলবাড়ীতে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের দাবির পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবি তুলেছেন নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের বক্তব্য নিখোঁজ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে স্থানীয় যুবকের সাথে কিশোরীর সম্পর্কের বিষয়ে পরিবারের তরফ থেকে লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি।
2020-03-16