আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। আজ স্থির হবে আগামী পাঁচ বছর দেশে কার ক্ষমতা থাকবে। আজ ৫৪২ টি আসনের ফলাফল ঘোষণা হতে চলেছে। গণনা শুরু হতেই চারিদিকে বিজেপির নেতৃত্বাধীন ডঙ্কা বাজতে শুরু করেছে। দেশের প্রতিটি রাজ্য থেকেই এনডিএ জোট এগিয়ে রয়েছে।
লোকসভা ভোটের আগেই নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, বিজেপি একাই এবার ৩০০ টি আসন নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছে। যদিও বিজেপি বিরোধী দল গুলো নরেন্দ্র মোদীর এই ভবিষ্যৎ বাণী মানতে নারাজ। বাংলার শাসক দল তৃণমূল বিজেপি সারা ভারতে মাত্র ১০০ টি আসন পাবে বলে ঘোষণা করেছিল। তেমনই তৃণমূল বাংলায় ৪২ টি আসনের মধ্যে বিয়াল্লিশটি জিতবে বলে দাবি করেছিল। কিন্তু গণনা শুরু হতেই বাংলায় সবুজ রঙ উধাও হতে দেখা যাচ্ছে।
আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৮৫০০ ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের থেকে এগিয়ে। আরেকদিকে আলিপুর দুয়ারে বিজেপি প্রার্থী জন বরালা এগিয়ে। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে এগিয়ে। রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্ত এগিয়ে। বালুর ঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ইসলামপুরে উপনির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী।