কালিপুজো মিটতেই প্রকাশ্যে এলো কালনার কালী মন্দিরে চুরি। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কালনা ওই প্রসিদ্ধ কালী মন্দিরে দুষ্কৃতীরা কালী মন্দিরের গর্ভগৃহের তালা ভেঙে মা কালীর সমস্ত গয়না নিয়ে পালিয়ে যায়। খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবার সকালে কালনার সদানন্দ কালী মন্দিরে। ঘটনাটি মন্দির কর্তৃপক্ষের নজরে পড়ে চলতি সপ্তাহে মঙ্গলবারে। খবর প্রকাশ্যে আসতেই অবাক এলাকার বাসিন্দারা। তাঁরা এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তের দাবি জানিয়েছেন। এই মর্মে পুলিশের দাবি, তাঁরা স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
মন্দিরটি কালনার ডাঙাপাড়া এলাকায় অবস্থিত। অভিযোগ, এই মন্দিরেই মা কালীর রূপোর ও সোনার গয়না চুরি হয়েছে। কালনা পৌরসভার উপ-পৌরপতি তপন পোড়েল ও স্থানীয় কাউন্সিলররা খবরটি পেতেই ঘটনাস্থলে হাজির হন। পরে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে।