বিজেপি সাংসদ ও চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের চোখে “ক্ষতিকারক রাসায়নিক” ছোঁড়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কোদালিয়ার কাছে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন লকেট।
সম্প্রতি লকেটের এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে তিনি বলেছেন, কোদালিয়ার দিকে তিনি ক্যাম্পেন করছিলেন। টোটোতে ছিলেন তিনি। তখন এলাকার একটি জায়গায় বসন্ত উৎসব চলছিল। তাঁকে দেখে মহিলারা ও বাচ্চারা রং লাগানোর ইচ্ছা প্রকাশ করে। লকেট তাদের বলেন, করোনার সময় তো রং মাখানো যাবে না, তারা যেন লকেটকে টিপ পরিয়ে দেয়। এরপর ওই মহিলারা লকেটকে আবিরের টিপ পরিয়ে দিচ্ছিলেন। তাদের সঙ্গে কথা বলছিলেন। আচমকাই ২জন লোক বলেন, “আপনাকে আজ রং মাখাবই।” এরপর তারা মহিলাদের পিছনে চলে যান। সেখান থেকেই “ক্ষতিকারক রাসায়নিক” ছুঁড়ে মারেন লকেটের চোখে। তাঁরা তৃণমূল কংগ্রেসের ব্যাজ পরেছিলেন বলে অভিযোগ লকেটের।
ভিডিওয় দেখা গিয়েছে, নিজের উপর এই হামলার কথা বলতে গিয়ে কার্যত কেঁদে ফেলেছেন তিনি। লকেট বলেন, তাঁর চোখ খারাপ। পাওয়ার রয়েছে চোখে। তাই তিনি চশমা পরেন। সেই কারণে রাসায়নিক কিছুটা হলেও এড়ানো গিয়েছে। কিন্তু প্রচারে তাঁর উপর কেউ এভাবে হামলা করবে ভাবতে পারেননি তিনি। ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, “একজন মহিলাকে কেউ এভাবে আঘাত করে?” লকেটের উপর এই হামলার ভিডিও বিজেপি তার সোশ্যাল সাইটে শেয়ার করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে কোদালিয়া ২ নম্বরের গ্রাম পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাস লকেটের উপর হামলা চালিয়েছেন। টুইটারেই লেখা হয়েছে “ঘৃণা, হিংসা ও হেনস্তার খেলা শীঘ্রই শেষ হওয়া দরকার। এই কাপুরুষোচিত খেলা মহিলাদের হেনস্তা ও ভয় দেখানোর জন্য।”