জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) এসএফআই নেত্রী ঐশী ঘোষকে মূর্খ বলে আক্রমণ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। রবিবার সকালে একটি টুইটকে কেন্দ্র করে রিটুইট করেন তিনি। সেখানেই ঐশীকে উদ্দেশ্য করে তথাগত রায় লেখেন, “বেচারা ঐশী ঘোষের কি দোষ ? সে এতসব জানবে কোথা থেকে ? লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিল না, লাল ঝাণ্ডাবাজিই শুধু করেছে ! এখন মিডিয়া তাকে গ্যাস দিয়ে ফুলিয়ে দিয়েছে, তো কি হয়েছে ? মূর্খ মূর্খই থাকবে, ভাট বকবে।”
বেচারা ঐশী ঘোষের কি দোষ ? সে এতসব জানবে কোথা থেকে ? লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিল না, লাল ঝাণ্ডাবাজিই শুধু করেছে ! এখন মিডিয়া তাকে গ্যাস দিয়ে ফুলিয়ে দিয়েছে, তো কি হয়েছে ? মূর্খ মূর্খই থাকবে, ভাট বকবে | https://twitter.com/abhbasak/status/1228570833070764032 …Abhijit Basak@abhbasakঐশি ঘোষ কালকে বললেন যে “বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ হতে দিইনি আর দেবো না।” তা 1947এ কি ইলিশ-চিংড়ির বিরোধ নিয়ে বাংলা ভাগ হয়েছিলো??? নাকি এখনো যেসকল হিন্দু শরনার্থীরা এদেশে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসছেন, তারা বাংলা পড়তে পারেন না বলে আসছেন?? #IndiaSupportsCAA2098:03 AM – Feb 16, 2020Twitter Ads info and privacy66 people are talking about this
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে কলকাতায় রয়েছেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। সিপিএম তথা বামপন্থীদের নানার সভা-সমাবেশে গিয়ে জ্বালাময়ী বক্তৃতা করছেন তিনি। বাছা-বাছা বিশেষণে আক্রমণ করছেন বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। বলছেন, “বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ হতে দিইনি দেবো না।” ঐশীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন মেঘালয়ের রাজ্যপাল।
প্রসঙ্গত, রাজ্যপাল পদে থেকেও নানা সময় বিতর্কিত মন্তব্য করেছেন তথাগত রায়। এবার সরাসরি এসএফআই নেত্রী ঐশী ঘোষকে (Aishi Ghosh) আক্রমণ করে তাঁকে মূর্খ বলে নতুন করে বিতর্ক তৈরি করলেন তিনি।