সাঁওতালী ভাষায় বাবাসাহেব আম্বেদকর-এর জীবনী পুস্তক পেতে চলেছেন সাঁওতাল ভাই-বোনেরা। এই প্রথম সাঁওতালী ভাষায় বাবাসাহেব আম্বেদকরের আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। পুস্তকটি অনুবাদ করেছেন সাঁওতালী লেখক ও সাহিত্যিক সাগেন মান্ডি। মারাঠি ভাষায় মূল গ্রস্থটির রচয়িতা রমেশ পতঙ্গীঁ। আগামী ১৭ই এপ্রিল বুধবার আইসিসিআর’এ (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন) পুস্তকটির প্রকাশ ও লোকার্পণ অনুষ্ঠান। সন্ধ্যা ৬’টায় সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুভারম্ভ। প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল শ্রীমতী দ্রৌপদী মুর্মু। প্রধান বক্তার ভাষণ রাখবেন অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস, প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও ভূতপূর্ব অধ্যাপক, বাংলা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অধ্যাপক ধনেশ্বর মাঝি, বিভাগীয় প্রধান, সাঁওতালী ভাষা ও সাহিত্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বই প্রকাশ অনুষ্ঠানটি আয়োজন করছে সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চ সংক্ষেপে সিএসএসএসআর। সহযোগিতা করছে বি-ওয়াচ। ১৩ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হন সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চ’এর সম্পাদক সুখদেব টুডু ও পার্থ বিশ্বাস। অয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের হাতে অনুষ্ঠান সূচি তুলে দেওয়া হয়।

বাবা সাহেব আম্বেদকর জয়ন্তীতে CSSR এর সশ্রদ্ধ নিবেদন, পুস্তক প্রকাশ অনুষ্ঠান
আম্বেদকর: ভারত বেনাও রাকাব রিনিচ উদ্গৌয়িয়ৌ
মূল রচনা: রমেশ পতঙ্গীঁ সাঁওতালী অনুবাদ: সাগেন মান্ডি

স্থান: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (ICCR)
৯ এ, হোচিমিন সরণি, কলকাতা – ৭০০০৭১
১৭ এপ্রিল ২০১৯, বিকেল ৬.০০ টা

প্রধান অতিথি: শ্রীমতী দ্রৌপদী মুর্মু
মহামহিম রাজ্যপাল, ঝাড়খণ্ড

সভাপতি: অধ্যাপক ধনেশ্বর মাঝি
বিভাগীয় প্রধান, সাঁওতালী বিভাগ, বিশ্বভারতী শান্তিনিকেতন
প্রধান বক্তা: অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস
প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ভূতপূর্ব অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়

সবারে করি আহ্বান

শুকদেব টুডু, আহ্বায়ক
৯৭৩২৪১২৭৩৩/৮৭৬৮৬৮৫৬৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.