নেতাজির জন্মজয়ন্তী পালনে কলকাতায় এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন পূর্ণেন্দু বসু। প্রাথমিকভাবে জাতীয় গ্রন্থাগার এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার কথা থাকলে শেষমুহূর্তে মোদীর সফরসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে নেতাজির বাসভবনে।
নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার দুপুর ২ টো ৩৮ মিনিটে কলকাতার মাটি ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন পূর্ণেন্দু বসু। দমদম বিমানবন্দরে নেমেই সেখান থেকে বায়ুসেনার চপারে রেসকোর্সের উদ্দেশে উড়ে যান মোদী। সেখানে নেমে সোজা চলে আসেন দক্ষিণ কলকাতায় নেতাজি ভবনে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান নেতাজির বংশধর তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অধ্যাপক সুগত বসু। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু। কিন্তু নেতাজি ভবনে ঢোকেননি বিজেপি নেতা চন্দ্র বসু। সেখানে ১৫ মিনিট ছিলেন মোদী।
নেতাজি ভবন থেকে বেরিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে যান প্রধানমন্ত্রী। সেখানে নেতাজির উপর কিছু প্রদর্শনীর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী চলে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানেই এদিন নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।